বন্ধ হল কুকুর-বিড়ালের মাংস, করোনার হানার পর আইনি বদল চিনে

চিনের শেনজেন শহরে পাশ হল নতুন আইন। কুকুর, বিড়াল এবং অন্যান্য বন্যপ্রাণীর মাংস খাওয়া এবং কেনাবেচা আইনত অপরাধ এবার থেকে। বিজ্ঞানীরা সন্দেহ প্রকাশ করেছিলেন যে বন্যপ্রাণীর থেকেই হয়তো করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে মানুষের শরীরে। এই কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিল শেনজেন প্রদেশের সরকার।

আরও পড়ুন
সেরে উঠেও রেহাই নেই চিনে, ১৪% মানুষ দ্বিতীয়বার আক্রান্ত করোনায়

বন্যপ্রাণী থেকে সংক্রমণ নতুন কোনো বিষয় না। আগের বহু বিজ্ঞানসম্মত প্রমাণও আছে। কিন্তু এরপরেও চিনে রমরমিয়ে চলেছে বন্যপশুর বাজার। বিক্রি হয়েছে মাংস। উল্লেখ্য, চিনের উহান শহরের কেন্দ্রের কাছেরই এক বন্যপ্রাণীর বাজার থেকে ছড়ায় কোভিড-১৯। যেখানে বিক্রি হয় সাপ, বাদুড়, বনবেড়াল-সহ বহু বন্যপ্রাণী।

আরও পড়ুন
করোনা রুখতে নয়া মাস্ক, চমকপ্রদ আবিষ্কার মেমারির ছাত্রীর

চিনের বহু জায়গায় কুকুরের মাংসের চাহিদা প্রবল। সম্প্রতি সাদার্ন চাইনিজ টেকনোলজি হাব জানায়, মে মাসের পয়লা তারিখ থেকেই বন্ধ হবে কুকুর বা বেড়ালের মাংস। এর আগেই কুকুর, বেড়াল এবং অন্যান্য পোষ্যের মাংস আইন করে বন্ধ করেছিল হংকং ও তাইওয়ান। এবার সেই পথেই হাঁটলো শেনজেন।

আরও পড়ুন
করোনা-বিধ্বস্ত আমেরিকায় চিকিৎসা সামগ্রী পাঠাল ‘চিরশত্রু’ রাশিয়া

লিউ জিনপিং, শেনজেন স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক অবশ্য জানান, পোলট্রি এবং সামুদ্রিক খাবারের পর্যাপ্ত সরবরাহ বজায় থাকবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই ক্রেতাদের। পোলট্রির থেকে বন্যপ্রাণীর মাংসের যে বেশি প্রোটিন বা পরিপোষক থাকে বলে মনে করা হত। এর কোনো প্রমাণ অবশ্য পাওয়া যায়নি। এটি একটি ভুল ধারণা।

আরও পড়ুন
বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, চিন ইতালিকে ছাপিয়ে শীর্ষে আমেরিকা

ফেব্রুয়ারির শেষেই শেনজেন বন্ধ করেছিল কচ্ছপ এবং ব্যাঙের মাংস। কিন্তু এদিন সবুজ সিগনাল দেওয়া হল এই দুটি খাবারকে। এক্ষেত্রে কী করবেন তাঁরা, সেটা এখনও ঠিক হয়নি। সিদ্ধান্ত যথাসময় জানানো হবে সকলকে।

আরও পড়ুন
করোনাই শেষ নয়, আরও ভয়ংকর মহামারী আসতে চলেছে, আশঙ্কা পরিবেশবিদদের

এই বিষয়ে, হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের বন্যপ্রাণী বিভাগের সভাপতি টেরেসা টেলেস্কি জানান, উহানের শিক্ষা নেওয়া উচিত এই ভয়ঙ্কর করোনা মহামারী থেকে। ভবিষ্যতেও এমন মারণ রোগ সঞ্চারিত হতে পারে বন্যপ্রাণীর মাধ্যমেই। তাই এই সিদ্ধান্ত অত্যন্ত দরকারি ছিল মানবজাতির কাছে। শুধু কি উহান? আমাদের সবাইকেই সবদিক থেকে শিক্ষা নেওয়া উচিত।