বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, চিন ইতালিকে ছাপিয়ে শীর্ষে আমেরিকা

বিশ্বজোড়া করোনার বাজারে এইবার সমস্ত দেশের হিসেব নিকেশ গুলিয়ে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। চিন ইতালি স্পেনকে ছাড়িয়ে আক্রান্তের সংখ্যা এবার ঊর্ধমুখী৷ সংখ্যার গ্রাফ উঠছে হুহু করে। আক্রান্তের সংখ্যা ৮৫০০০।

আরও পড়ুন
করোনাই শেষ নয়, আরও ভয়ংকর মহামারী আসতে চলেছে, আশঙ্কা পরিবেশবিদদের

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো জানাচ্ছেন ভেন্টিলেটরের চাহিদা বাড়ছে সমান তালে। এখন দুজন প্রতি একটি করে ভেন্টিলেটর বরাদ্দ করা হয়েছে সেখানে৷ তবু আশার আলো সুস্থ হয়ে উঠেছেন ১৮৬৮ জন। এটাই যা আশার। মৃত্যুর সংখ্যা ১৩০০। তবে গত সপ্তাহে মার্ডি গ্রাস উৎসব গেছে নিউ ইয়র্কে। আশঙ্কা বাড়ছে এরপর কমিউনিটি স্প্রেড আরও ভয়াবহ আকার নেবে।

আরও পড়ুন
করোনা ছাড়ল না বাকিংহামকেও, আক্রান্ত প্রিন্স চার্লস

এর পেছনে হয়তো লুকিয়ে থাকছে আমেরিকার চিকিৎসা জগতের বিপজ্জনক একটি দিক। সরকারি সংস্থার ৮০% বরাদ্দ ছাঁটাই করে চিকিৎসা পদ্ধতিকে ট্রাম্প ঠেলে দিয়েছিলেন বেসকারিকরণের হাতে। কমিউনিটি স্প্রেড আটকাতে কেন লকডাউনের রাস্তা নিচ্ছে না আমেরিকা? কেন নাগরিক জীবনকে ঠেলে দিচ্ছে নিশ্চিত মৃত্যুর দিকে? গোটা বিশ্বের চোখ থাকবে সেদিকে। সবাই তাকিয়ে আছে ইতালি, স্পেন, আমেরিকা, চিনের মতো আরও অন্যান্য দেশগুলির সুস্থ জীবনে ফেরার দিকে৷