টেডি বিয়ারের বুকে অকালমৃত সন্তানের হৃদস্পন্দন, আবেগতাড়িত বাবা

বছর খানেক আগে মারা গিয়েছে ছেলে। তার বয়স তখন ষোলো। থেমে গিয়েছিল মৃত ছেলের হৃৎপিণ্ড। তারপর বছর পেরিয়ে গেল। বাবার হাতে এসে পৌঁছল একটি উপহারের বাক্স। বাক্স খুলতেই বেরিয়ে এল একটি চিঠি। আর একটা টেডি বিয়ার। টেডি বিয়ারের সঙ্গে একটা সাউন্ড মেশিন। মেশিনের মধ্যে থেকে বেরিয়ে আসছে হৃৎপিণ্ডের শব্দ।

হ্যাঁ, প্রথমে একটি ভুল তথ্য দেওয়া হয়েছে। থেমে যায়নি ছেলেটির হৃৎপিণ্ড। মৃত ছেলের হৃৎস্পন্দন কান পেতে শুনছেন বাবা। ক্রমশ জল জমছে চোখের কোলে। আর এই দৃশ্য ক্যামেরাবন্দি করছে এক সাংবাদিক। বাবা হাত নেড়ে বন্ধ করতে বলছে ক্যামেরা।

https://twitter.com/RexChapman/status/1238497437272203265

ঠিক এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে। সাংবাদিক মহম্মদ লিলার কাছ থেকে নিয়ে সেই ভিডিও প্রকাশ করেছে রেক্স চ্যাপম্যান নামে একটি ট্যুইটার হ্যান্ডেল। কয়েক ঘণ্টার মধ্যেই চল্লিশ লাখের উপর মানুষের কাছে পৌঁছে যায় ভিডিওটি।

ছেলের মৃত্যুর পর তার দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে দান করেছিলেন তার হৃৎপিণ্ডও। আর সম্প্রতি সেই হৃৎপিণ্ডই প্রতিস্থাপিত করা হয়েছে এক যুবকের দেহে। আর এভাবেই প্রাণ ফিরে পেয়েছে সেই যুবক। কৃতজ্ঞতা জানাতে সে চিঠি লেখে অঙ্গদাতার বাবাকে। আর সঙ্গে পাঠায় টেডি বিয়ার ও হৃৎস্পন্দনের শব্দ। এমন আবেগঘন একটা মুহূর্তে কি চোখের জল বাঁধ মানে?