হাত নেই, পা দিয়ে লিখে রাজ্যে সেরা কেরালার এই মেয়ে

কথায় বলে, চেষ্টা করলেই সব হয়। পৃথিবীতে কোনও কিছুই বোধহয় অসম্ভব নয়। অন্তত দেবিকার কাছে তো বটেই। দুটো হাত না থাকা সত্ত্বেও, সে ক্রমাগত উত্তরণের চেষ্টা করেছে পড়াশোনার মধ্য দিয়ে। তার প্রাথমিক ফলও পেয়েছে সে। কেরালার দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় গোটা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে দেবিকা।

জন্ম থেকেই দুটি হাত ছিল না তার। স্বপ্নগুলো এক নিমেষে হয়ত ভেঙে যেত দেবিকার মা-বাবার। কিন্তু তাঁরা সেটা করেননি। দেবিকার মা, সুজিথাই তাকে পায়ের আঙুলের সাহায্যে পেনসিল ধরতে শেখান। সেই থেকে শুরু। প্রথম শ্রেণীতে পড়ার সময় থেকেই সে সম্পূর্ণভাবে পা দিয়ে লেখা শিখে যায়। আর সেভাবেই জীবনের প্রথম বড় পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অর্জন করে দেবিকা।

ফলাফল বেশ কয়েকমাস আগে বেরিয়ে গেলেও, শুভেচ্ছা জানানোর রেশ এখনও কাটেনি। কিন্তু দেবিকার মন নেই সেসব দিকে। এই মুহূর্তে সে মন দিয়েছে পরবর্তী পড়াশোনায়। তার আসল স্বপ্ন, সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের কাজ করা। সেই লক্ষ্যকেই পাখির চোখ করে এগিয়ে যাচ্ছে সে।

চিত্র ঋণ - বেটার ইন্ডিয়া