সমকামিতার বিরুদ্ধে নিধান দিয়েছিল কলেজ। বলা হয়েছিল, অধর্মীয় কোনও কাজ করা যাবে না। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে একত্রিত হয়েছিল সমস্ত পড়ুয়ারা। এবার তাদের সেই প্রতিবাদই মান্যতা পেল আদালতে। সম্প্রতি কানাডায় ঘটে যাওয়া এই ঘটনা একদিকে যেমন তুলে ধরছে বিচারব্যবস্থার সৎ সিদ্ধান্তকে, তেমনই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ধর্মীয় গোঁড়ামিকে। কানাডার ট্রিনিটি ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ক্রিশ্চিয়ান ল স্কুলে এই ফরমান জারি করা হয়েছিল। সেখানে কর্তৃপক্ষের কড়া নির্দেশ ছিল, পরকীয়া এবং বিশেষ করে সমকামিতা এই প্রতিষ্ঠানে পুরোপুরি অবৈধ। সবার আগে থাকবে নিজের ধর্মবিশ্বাস, তারপর বাকি সব। ব্যক্তিস্বাধীনতার ওপর এমন হস্তক্ষেপে গর্জে উঠেছিল পড়ুয়ারা। তাকেই স্বীকৃতি দিল কানাডার সুপ্রিম কোর্ট। একজন মানুষের সম্পূর্ণ স্বাধীনতা আছে তাঁর নিজের যৌনসঙ্গী নির্বাচনের। সমকামিতা কোনও অপরাধ নয়। ধর্মীয় বিশ্বাস কখনও ব্যক্তিস্বাধীনতার ঊর্ধ্বে যেতে পারে না। আদালতের এই নির্দেশে স্বস্তির বার্তা পেল পড়ুয়ারা।