একটিমাত্র শিশুর জন্য আবিষ্কৃত হল দুরারোগ্য অসুখের ওষুধ

রোনাল্ড রস ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার করেছিলেন ১৯০২ সালে। এরপর পেরিয়েছে একশো বছর, উন্নত হয়েছে চিকিৎসাবিজ্ঞান। যুগের সাথে তাল মিলিয়ে পাল্টেছে চিকিৎসা ও রোগ নির্ণয়ের পদ্ধতিও। কিন্তু এখনও পৃথিবীতে বহু দুরারোগ্য ব্যাধি আছে যার ওষুধ আবিষ্কার করা যায়নি। সেরকমই একটি রোগ ব্যাটেন ডিজিজ। কিন্তু এখন থেকে এ-রোগ আর দুরারোগ্য নয়, বোস্টন চিলড্রেন হসপিটালের দৌলতে আবিষ্কৃত হল এই রোগের ওষুধ।

আট বছরের মিলা মাকোভেক ব্যাটেন ডিজিজ নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে। মিলা-কে সারিয়ে তুলতে, চেষ্টায় খামতি রাখেননি চিকিৎসকরা। অবশেষে এল সুখবর। এমন এক ওষুধ আবিষ্কার করলেন তাঁরা, যা মিলা'র ডিএনএ ত্রুটি সারাতে সাহায্য করবে।

ব্যাটেন ডিজিজের ফলে নিউরোন ক্ষয়ে যায়, প্রকাশ পায় স্নায়বিক দুর্বলতাও। এমনকি এই রোগের কারণে মিলা ছয় বছর বয়সে অন্ধও হয়ে যায়। এই রোগটি এতই বিরল যে, এক লক্ষ শিশুর মধ্যে মাত্র তিনজনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এতে।

সদ্য আবিষ্কৃত ওষুধটির প্রভাবে মিলা-র মূর্ছা যাওয়ার পরিমাণ অনেক কমেছে, কিন্তু এ-মুহূর্তে তাকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। জিনগত কারণেই এই রোগটি প্রকট হয়ে দাঁড়ায় মিলার ক্ষেত্রে।

বিপদের মুখে মিলারের পরিবারের ভরসা ছিল স্যোশাল নেটওয়ার্ক। সেখান থেকেই ডাক্তার টিমোথি ইয়ু এই মেয়েটির রোগের কথা জানতে পারেন। তারপর থেকেই চিকিৎসকদের লড়াই চালু, অবশেষে আশার আলো দেখালেন তাঁরা। চিকিৎসা বিজ্ঞানে এ-ধরণের আবিষ্কার যে একধরণের মিরাকেল, তা নিয়ে আর কোনো সন্দেহ রইল না।