পৃথিবীর ভবিষ্যৎ সংকটে, ২০ মিলিয়ন গাছ লাগাবেন ইউটিউবাররা

পাল্টাচ্ছে বিশ্ব। উষ্ণায়নের ফলে পরিবর্তন ঘটছে আবহাওয়ার। মানুষ ক্রমশ বুঝতে পারছে পৃথিবীর ধ্বংসের দিন ক্রমশ ঘনিয়ে আসছে। তাই হয়তো ইদানীংকালে মানুষের মধ্যে বেড়েছে পরিবেশ সম্পর্ক সচেতনতা।

টাকা উপার্জন করাই যে জীবনের একমাত্র লক্ষ্য নয়, প্রকৃতিকে সুস্থ ও স্বাভাবিক ভাবে গড়ে তুললে যে আগামী সুরক্ষিত হবে, সেই কথা মাথায় রেখেই এবার এগিয়ে এলেন একদল ইউটিউবার। মার্ক রবার, রেট এন্ড লিঙ্ক, মার্শমেলো, সিমোন গিয়ার্টজ এবং অনান্য ইউটিউবাররা মিলে প্রায় ২০ মিলিয়ন গাছ লাগানোর উদ্যোগ নিলেন। লক্ষ্য ২০২০।  তার মধ্যেই এ-উদ্যোগ শুরু করতে চান তাঁরা। তাই ২০ মিলিয়ন ডলার অর্থ জোগাড় করার জন্য প্রত্যেক ইউটিউবার তাদের অনুরাগীদের সাহায্য করতে অনুরোধ জানিয়েছেন।

২০১৯ এর মে মাসে ডোনাল্ডসন নামের এক ইউটিউবারের হাত ধরে এই উদ্যোগ শুরু হয়েছিল। ২০ মিলিয়ন সাবস্ক্রাইবারের বিনিময়ে তিনি ২০ মিলিয়ন গাছ লাগাবেন বলে জানিয়েছিলেন। পরবর্তীকালে 'টিমট্রীজ' হ্যাশট্যাগ দিয়ে এই উদ্যোগে হাত মেলান অনান্য ইউটিউবাররাও।

একটি তথ্য অনুযায়ী, অর্থ জোগাড় হলেই ২০২০ থেকে গাছ লাগানোর এই উদ্যোগ শুরু করা হবে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কুড়ি লক্ষ গাছ লাগানোর স্বপ্ন সফল হবে বলেই অনেকের বিশ্বাস।

মার্ক রবার মনে করেন, তাঁদের এই অভিযান আবহাওয়া পরিবর্তনে সাহায্য না করলেও মানুষের মধ্যে তীব্র সচেতনতা সৃষ্টি করবে যা থেকে শিক্ষা নেবে আগামী প্রজন্ম।

ক্রমশ জনপ্রিয় হয়েছে এঁদের চ্যানেল। বিশ্বের পরিবেশ রক্ষার্থে এমন উদ্যোগ এই প্রথম। প্রযুক্তি ও সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে এ-লড়াই আগামী দিনে সুস্থ পৃথিবী গড়ে তোলার স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যাবে।