আমাজনের একটা অংশ এখনও ধ্বংসস্তূপ থেকে গেছে। এবার সেখানেই গাছ রক্ষার ‘অভিযোগে’ খুন করা হল একজন আদিবাসী নেতাকে। ঘটনাচক্রে যিনি ছিলেন আমাজন আন্দোলনের অন্যতম অংশগ্রহণকারী।
পাওলো পাওলিনো গুয়াজাজারা বলে এই আমাজনের আদিবাসীকে মাথায় গুলি করে হত্যার অভিযোগ ওঠে। পাওলোর সঙ্গে তাঁর এক সঙ্গীকেও আক্রমণ করা হয়। সে এখন গুরুতর আহত। গোটা ঘটনায় মূল আঙুল উঠছে অবৈধ কাঠের কারবারিদের দিকে। যারা সেই সময় আমাজনে ঢুকেছিল গাছ কাটার জন্যই। কিন্তু তাঁদের সামনে বাধা হয়ে দাঁড়ান পাওলো গুয়াজাজারা। আর সেটাই নাকি তাঁর ‘অপরাধ’। তাই নিজেদের কাজের ‘সুবিধে’ করার জন্য পাওলোর দিকেই গুলি চালায় ওই অবৈধ কাঠুরেরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পাওলো দীর্ঘদিন ধরে আমাজনের বন রক্ষার অন্যতম নেতা হিসেবে পরিচিত ছিলেন। আমাজন তাঁদের ঘরবাড়ি, তাঁদের সংসার। সেটা যাতে কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তারই চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়ত হল না। প্রথমে আঘাত এল তাঁদের আমাজনের ওপর। তারপর নিজের জীবনটাই চলে গেল পাওলোর। আমরা এখনও চুপ করে আছি। কিংবা, আমাদের আওয়াজ সেই লোকগুলোর কানে পৌঁছচ্ছে না। ঠান্ডা ঘরে বসে তাই একের পর এক ‘উন্নয়নের নীতি’ বানাচ্ছেন তাঁরা। আর তার বলি হচ্ছেন পাওলোর মতো মানুষরা।