রাস্তাঘাট জনমানবহীন, ঘুরে বেড়াচ্ছে পশুপাখি – পৃথিবীজুড়ে ছবি এমনটাই

শহরের রাস্তায় মানুষের দেখা মেলা ভার। তার বদলে ঘুরে বেড়াচ্ছে হরিণ, ময়ূর, রাকুন, টার্কি। এরাও যে এতদিন মানুষের সঙ্গেই এক শহরে থাকত, সেকথা ভুলতে বসেছিলেন অনেকেই। পৃথিবীর সমস্ত শহরের রাস্তাঘাটেই এমন দৃশ্য চোখে পড়ছে আজকাল। করোনার আতঙ্কে স্তব্ধ সমস্ত শহরই। পৃথিবী জুড়ে চলছে লক-ডাউন। ফলে এতদিন যেসব রাস্তা ট্রাফিকের ব্যস্ততায় মুখরিত ছিল, সেখানে যেন এক অদ্ভুত নীরবতা। আর সেই শান্ত পরিবেশের সঙ্গেই মানিয়ে গিয়েছে এইসব বন্য পশুপাখির চালচলন।

আরও পড়ুন
মালিক কোয়ারেন্টাইনে, দোকান থেকে স্ন্যাকস এনে দিল পোষ্য কুকুর

কিছুদিন আগেই জাপানের নারা পার্কের পার্শ্ববর্তী রাস্তায় শিকা হরিণের ছবি সামাজিক মাধ্যমে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল। তারপরেই দেখা গেল বার্সেলোনার রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছে জংলি বোর। ময়ূর ঘুরে বেড়াচ্ছে নিশ্চিন্তে। একই ছবি দেখা গিয়েছে ক্যালিফোর্নিয়াতেও। সেখানে স্যান ফিলিপ সমুদ্রতটে নিশ্চিন্তে খেলা করছে একদল রাকুন। আবার অকল্যান্ডের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে টার্কি।

আরও পড়ুন
কমছে দূষণ, বাড়ছে পাখি-প্রজাপতির সংখ্যা; স্তব্ধ কলকাতায় অন্যরকম প্রাণসঞ্চার

তবে শহরাঞ্চলে এইসব প্রাণীর ছবি যতই অবাক করুক, এরা কিন্তু আগেও ছিল। মানুষের ব্যস্ত জীবনের সীমানার বাইরে এতদিন লুকিয়ে লুকিয়ে থাকত। হঠাৎ রাস্তাঘাট ফাঁকা পেয়ে চলে এসেছে। আর কংক্রিটের জঙ্গলের মাঝে যেন শুরু হয়েছে প্রাণের উৎসব।

আরও পড়ুন
মানুষ নেই পথে, জাপানের শহরে অবাধ বিচরণ হরিণের

তবে এই বিরল দৃশ্য মানুষের চোখকে যতটা আরাম দিচ্ছে, বাস্তব পরিস্থিতি তেমনটা নাও হতে পারে। হয়তো খাদ্যের অভাবেই তারা ঢুকে পড়েছে লোকালয়ের মধ্যে। মানুষের ফেলে দেওয়া আবর্জনা থেকে তো খাবার সংগ্রহ করে অনেক প্রাণীই। অন্তত জাপানের শিকা হরিণ, বা থাইল্যান্ডের জংলি বাঁদররা যে খাদ্যের অভাবেই লোকালয়ে ঢুকে পড়েছে, সে ব্যাপারে প্রায় নিশ্চিত অনেকেই। তবে এই দৃশ্যগুলোই মনে করিয়ে দিচ্ছে, এই পৃথিবীতে মানুষ একা বাস করে না। আরও নানা প্রাণীর সঙ্গে মিলেমিশেই মানুষের অস্তিত্ব। তাই এই করোনার দিনগুলি পেরিয়ে, আগামী দিনে আমরা যেন একটা সুস্থ সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে পারি। নির্মল প্রকৃতিকে কংক্রিটের জঙ্গল বানিয়ে তুলেছে মানুষ। তাই তার দায়িত্বও যে অনেকটা বেশি।