মানুষ নেই পথে, জাপানের শহরে অবাধ বিচরণ হরিণের

রাস্তায় মানুষ মেলা ভার। প্রত্যেকেই ঘরের মধ্যে বসে আছে। আতঙ্কে জড়োসড়ো। পৃথিবীজুড়ে করোনার আতঙ্কে এমনই অবস্থা প্রায় সব জায়গায়। এর মধ্যে ফাঁকা রাস্তার দখল নিতে বেরিয়ে পড়েছে অন্য একটি দল। তাদের মধ্যে করোনার আতঙ্ক নেই, সচেতনতা নেই। আছে শুধু জীবনের অনাবিল আনন্দ। জাপানের নারা পার্ক সংলগ্ন অঞ্চলে দেখা গেল এমন বিরল দৃশ্য।

আরও পড়ুন
কমে গেছে দূষণ, ঘুরে বেড়াচ্ছে হাঁস-ডলফিন; ‘স্বাভাবিক’ ইতালির ছবি

বিরল প্রজাতির সিকা হরিণের আবাসস্থল নারা পার্ক। তাদের দীর্ঘদিনের বাস এখানে। এই মুক্ত চিড়িয়াখানা দেখতে আসেন অনেক পর্যটকও। কেউ কেউ আবার হরিণদের জন্য ক্র্যাকার জাতীয় খাবার নিয়ে আসেন। তবে করোনার উপদ্রব ছড়িয়ে পড়ার পর আর আসেন না কেউই। এমনকি বনবিভাগের কর্মীদেরও সহজে খুঁজে পাওয়া যায় না। ফলে হরিণদের নিয়মিত খাবারের জোগান বন্ধ বললেই চলে।

আরও পড়ুন
বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বাজারে বিতরণ, উদ্যোগে ব্যারাকপুরের তরুণরা

খাবারের সন্ধানেই তারা রাস্তায় নেমেছে, এমনটাই মনে করছেন অনেকে। খাবার খুঁজে না পেয়ে রাস্তার আবর্জনা মুখে নিতেও দেখা গিয়েছে অনেককে। ফলে এই ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন অনেক পশুপ্রেমীই। তবে প্রতিদিনের ব্যস্ত রাস্তায় একটিও মানুষও নেই, আর সেই জায়গায় একসার হরিণ ঘুরে বেড়াচ্ছে; এমন দৃশ্য মুগ্ধ করেছে অনেককেই। এমনকি সামাজিক মাধ্যমেও জনপ্রিয় হয়ে উঠেছে এই ছবিগুলি।

More From Author See More

Latest News See More