বাসস্টপের মাথায় বাগান গড়ে দূষণ রোধের চ্যালেঞ্জ

শহরের ৩১৬টি বাসস্টপের ছাদে ছোটো ছোটো গাছ লাগানো হবে। এতে যেমন সবুজায়নের দিকে এগোনো যাবে, তেমন আয়ত্তে রাখা যাবে দূষণও। বৃষ্টির ঘাটতি কমবে, হ্রাস পাবে বায়ুও ধূলিকণাও। আর গরমে পরিবেশকে ঠান্ডা রাখা যাবে। এমনটাই ভাবছে নেদারল্যান্ডস। ডাচেদের পরিবেশপ্রীতির কথা সকলেরই জানা। কিন্তু এই নতুন পরিকল্পনা চমকে দিয়েছে সকলকে।

প্রতিটি বাসস্ট্যান্ডের ছাদে পলি ফেলে শুধু সবুজ গাছই নয়, লাগানো হবে সৌরবিদ্যুতের প্যানেলও। ফেব্রুয়ারিতেই ঘোষণা করা হয়েছে, বর্তমান যানবাহনগুলোর পরিবর্তে নতুন ইলেক্ট্রনিক বাস আসবে শহরে।

আঞ্চলিক কার্যকর্তারা ঠিক করেছেন,  ২০২৪এর মধ্যে তাঁরা সম্পূর্ণ কার্বনমুক্ত যানবাহনের ব্যবস্থা করবেন। ওয়েবসাইটেও বলা হয়েছে ‘একটা সবুজ ছাদ সুস্থ ও প্রাণোচ্ছল নগরের পক্ষে ভালো। এতে আবহাওয়া পরিবর্তন, বন্যা, উষ্ণায়নের মতো সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে।’

সবুজ ছাদ বসানোর ভালো সময় হচ্ছে, যখন পুরোনো জীর্ণ ছাদটি সরাতে হবে অথবা এসবেষ্টস লাগাতে হবে। ইতিমধ্যেই উট্রেচট সেই সমস্ত নাগরিকদের ভর্তুকি দিচ্ছে যারা নিজের বাড়ির ছাদে পলি ও সৌর প্যানেল বসাচ্ছেন। ২০ বর্গমিটারের বড়ো ছাদ হলে তবেই ভর্তুকি পাওয়া যাবে। এছাড়া প্রতিবেশীর সঙ্গে যৌথভাবে মোট ২০ বর্গমিটারের বেশি ছাদ হলেও তা মিলবে। সবমিলিয়ে পরিবেশ বাঁচাতে বেশ উঠেপড়েই লেগেছে ডাচেরা।

Latest News See More