এবার সমুদ্র থেকে প্লাস্টিক তুলবে এই নয়া যন্ত্র

একটা ভাসমান গাড়ি। প্রযুক্তির সাহায্যে যেটা সমুদ্র, নদী থেকে টন টন প্লাস্টিক সংগ্রহ করছে। এইরকম একটা জিনিস থাকলে কতই না উপকার হত। কিন্তু থাকলে নয়, এই জিনিসটিই এখন প্লাস্টিক সংগ্রহের অন্যতম উপায় হয়ে দাঁড়িয়েছে।

গড়ে ২০ লাখ টনেরও বেশি প্লাস্টিক নদীতে এসে পড়ে। এইভাবে নদীতে, সাগরে কত প্লাস্টিক জমা হচ্ছে, তার কোনও হিসেব নেই। বিপদে পড়েছে জলজ বাস্তুতন্ত্র। প্রতি বছর বিশাল সংখ্যক জলজ প্রাণী শুধু এই একটা কারণেই মারা যাচ্ছে। এবার সেই প্লাস্টিকগুলোকে সংগ্রহ করতেই মাঠে নেমেছে ‘দ্য ওশান ক্লিনআপ’ বলে একটি বেসরকারি সংস্থা। সেই সূত্রেই তাঁরা বের করেছেন একটা ভাসমান মেশিন। যেটা তার চলার পথে থাকা প্লাস্টিককে সংগ্রহ করে জড়ো করবে এক জায়গায়। তারপর সেগুলোকে আলাদা করে পাঠিয়ে দেওয়া হবে বিভিন্ন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে।

হয়ত ভাবছেন, সমগ্র যন্ত্রটা চালাতেও তো বিদ্যুতের প্রয়োজন। কী করে হবে সেই ব্যবস্থা? এখানেও পরিবেশের কথা মাথায় রেখেছেন সংস্থার প্রধানরা। সম্পূর্ণ যন্ত্রটি চলবে সৌর বিদ্যুতে। এই মুহূর্তে এইরকম যন্ত্রের সত্যিই খুব প্রয়োজন। তাতে যদি সমুদ্রের প্লাস্টিক বোঝা কমানো যায়।