জীবন বাজি রেখে আগুনের গ্রাস থেকে কুকুরছানাদের বাঁচাল একঝাঁক কচিকাঁচা

ছোটবেলায় পড়া দুই বন্ধু আর ভাল্লুকের গল্প মনে আছে নিশ্চয়ই। বন্ধুকে ভাল্লুকের খপ্পরে ফেলে দিয়ে আরেক বন্ধু নিজের প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়েছিল। পরে অবশ্য দুজনেরই প্রাণ বেঁচেছিল। বিপদের মুখে নিজের প্রাণ বাঁচাতে অন্য কাউকে বিপদের মুখে ফেলে পালানোর এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে। কিন্তু, যারা বিপদের সময়ও বন্ধুর পাশে দাঁড়ান। তাঁরাই প্রকৃত বন্ধু। আর এমনই এক বন্ধুত্বের নতুন দৃশ্য দেখা গেল ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওয়।

তবে এই বন্ধুত্ব মানুষে-মানুষে নয়, বরং কুকুরের আর মানুষের চিরন্তন বন্ধুত্বের গল্প। ভিডিওটিতে দেখা যায়, কিছু অল্পবয়সি ছেলের দল একটি আগুন লাগা গাড়ির নিচ থেকে কুকুরছানার দলকে উদ্ধার করে। ভিডিওটি এ মুহূর্তে সোশ্যাল নেটওয়ার্ক-এ ভাইরাল। ভিডিওটি ভারতের কোনো জায়গার বলে নিশ্চিত করা গেলেও, সঠিক স্থানের নাম এখনও জানা যায়নি। এমনকি ভিডিওটি কতদিনের পুরনো তাও জানা সম্ভব হয়নি।

https://www.facebook.com/watch/?v=404959473516389

ভিডিওটিতে দেখা যায় যে, একটি জ্বলন্ত গাড়ির তলায় একটি বালক শুয়ে পড়ে একে একে কুকুর ছানাদের উদ্ধার করে আনছে। তার বন্ধুরাও তাকে সাহায্য করছে বাচ্চাগুলোকে উদ্ধার করতে। যে কোনো মূহূর্তে বিস্ফোরণে গাড়িটি ছত্রাকার হয়ে যেতে পারত, কিন্তু বাচ্চারা সেসবের পরোয়া করেনি। সব মিলিয়ে তিনিটি কুকুরছানাকে বাচ্চাদের দল উদ্ধার করে আনে।

নিজেদের বিপদের কথা মাথায় রেখেও বাচ্চাদের এই সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ সবাই। মানবজাতির কাছে এই বাচ্চারা রেখে গেল মানবিকতার চূড়ান্ত নিদর্শন, বুঝিয়ে দিয়ে গেল পৃথিবী কেবলমাত্র মানুষের বেঁচে থাকার জন্য নয়। বরং সমস্ত প্রাণীদের নিয়ে একত্রে বাস করার এই উদাহরণ থেকে শিক্ষা পেল গোটা মানবজাতি। স্বার্থ ভুলে কারও জীবনরক্ষার চেয়ে দামি যে কিছু হয় না, তা শিখিয়ে দিয়ে গেল আগামী প্রজন্মের এই উজ্জ্বল কচিকাচার দল।  

Latest News See More