কথায় আছে, নুন আনতে পান্তা ফুরোয়। করোনার এই কঠিন পরিস্থিতিতে সেই অবস্থাই রাজ্যে। প্রতিদিনই নতুন করে দেখা দিচ্ছে কিছু সমস্যা। গরম এবং করোনার দাপটে এবার রক্তের সংকটে রাজ্যের চিকিৎসাব্যবস্থা। মোকাবিলায় নামল কলকাতা পুলিশ। বুধবার বিকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। চলবে একমাস ধরে।
আরও পড়ুন
ছেঁড়া রেনকোট-হেলমেট পরেই করোনার সঙ্গে লড়াই চিকিৎসকদের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ঘোষণা করেছেন রাজ্যব্যাপী রক্তদান শিবির আয়োজনের কথা। শুধু কলকাতায় না, রাজ্য পুলিশের সমস্ত জেলায়, ইউনিট, ব্যাটেলিয়ন ও ট্রেনিং ইনস্টিটিউটেই চলবে এই কর্মসূচি। রক্ত দেবেন পুলিশকর্মীরাই।
আরও পড়ুন
করোনায় না হলেও আর্থিক দুরবস্থায় মৃত্যু বাড়বে দেশে, জানাচ্ছেন ডঃ জয়জিৎ ভট্টাচার্য
গরমকালে রক্তের সংকট নতুন নয়। কিন্তু করোনার জন্য দেশ জুড়ে চলছে লকডাউন। সামান্য অসাবধানতায় হতে পারে বিপদ। তাই নানান ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই সময় যে রক্তদান শিবিরের আয়োজন হয় প্রতিবছর, বন্ধ রয়েছে সেইসব কর্মসূচি। ফলে ভুগতে হচ্ছে রোগীদের। ব্লাড ব্যাঙ্কও যোগান দিতে পারছে না পর্যাপ্ত রক্তের। বিশেষত সমস্যায় পড়ছেন থ্যালাসেমিয়া রোগীরা।
আরও পড়ুন
বাতাসেই করোনা মারবে এই মেশিন, চমকপ্রদ আবিষ্কার বাঙালি গবেষকের
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিন রক্ত দেন কলকাতা পুলিশের কমব্যাট ব্যাটেলিয়নের ৫০ জনের দল। লালবাজারের তরফে জানানো হয়েছে, রবিবার বাদে প্রত্যেকদিনই অন্ততপক্ষে ৬০ জন পুলিশকর্মী রক্তদান করবেন। কলকাতা পুলিশের ৩০টি ইউনিটের তরফে প্রতিদিন বিকেলে হবে একটি করে রক্তদান শিবির।