নোভেল করোনা ভাইরাসের দাপটে গোটা দেশ থমথমে। স্কুল, কলেজ, অফিস-কাছারি সমস্ত কিছু বন্ধ। লকডাউনের জেরে একরকম থমকে আছে শিক্ষা ব্যবস্থা। এরই মধ্যে নজিরবিহীন সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তাঁরা ঘোষণা করলেন, এই রাজ্যের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে পাস করিয়ে দেওয়া হবে!
আরও পড়ুন
ভিডিও-তেই চলছে পড়াশোনা, ঘরবন্দি দিনগুলোয় উদ্যোগ সেন্ট জেভিয়ার্স স্কুলের
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল আগেই। প্রথমে রাজ্য, পড়ে কেন্দ্র— দুই তরফেই লকডাউন শুরু হতে বাকি সবও বন্ধ হয়ে যায়। পড়ুয়া, শিক্ষক সবাই একপ্রকার ঘরবন্দি। পিছিয়ে যায় উচ্চমাধ্যমিক-সহ বেশ কিছু পরীক্ষা। মাধ্যমিকের ফল ঘোষণাও পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে পড়াশোনা এবং ক্লাস রুটিনেরও বিস্তর হেরফের হচ্ছে। অভিভাবকেরাও পরীক্ষার চিন্তায় পড়েছিলেন। সেই সমস্ত দিক মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের বোর্ডের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কোনোরকম পরীক্ষা দিতে হবে না। সরাসরি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে তারা।
আরও পড়ুন
পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক, জেনে নিন নতুন সূচি
তবে বাকি ক্লাসের কী হবে, সেটা কিছু বলা হয়নি। পরবর্তী যাবতীয় সিদ্ধান্ত ১৫ এপ্রিলের পর নেওয়া হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। উল্লেখ্য, কয়েকদিন আগে সিবিএসই বোর্ডও একই সিদ্ধান্ত নিয়েছিল। এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া উঠেছে সব জায়গায়। তবে পরবর্তী ঘোষণার দিকে এখন তাকিয়ে শিক্ষা মহল।