করোনা-আক্রান্তদের খাবার ও ওষুধ দেবে রোবট, চমক গুয়াহাটির পড়ুয়াদের

দেখতে দেখতে বাড়ছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। ভিড় বাড়ছে দেশের হাসপাতালগুলিতে। অন্যান্য রোগীদের থেকে দূরত্ব বজায় রাখার জন্য চালু হয়েছে বিশেষ আইসোলেশন বিভাগ। কিন্তু ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের তো সেখানে যেতেই হবে। সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে সেখান থেকেও। ইতিমধ্যে এমন সংক্রমণের খবরও পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতেই বিশেষ উদ্যোগ নিলেন গুয়াহাটি আইআইটির পড়ুয়ারা।

আরও পড়ুন
একটি সিলিন্ডার থেকেই ১২ জনকে দেওয়া যাবে অক্সিজেন, আবিষ্কার ইন্ডিয়ান নেভির

গুয়াহাটি আইআইটির মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা একটি বিশেষ উদ্যোগের দায়িত্ব কাঁধে তুলে নিলেন। স্বাস্থ্যকর্মীরা যাতে বিপদে না পড়েন, তাই রোগীকে খাবার এবং ওষুধ সরবরাহ করবে রোবট। এমনকি আইসোলেশন ওয়ার্ড পরিষ্কার করবেও রোবট। ইতিমধ্যে তারা এমন দুটি রোবট বানিয়ে ফেলেছে। যাদের একটি খাবার ও ওষুধ সরবরাহের কাজ করছে, অন্যটি ওয়ার্ড পরিষ্কারের। আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে কাজে লাগানো হচ্ছে রোবট দুটিকে। ইতিমধ্যে তারা বেশ ভালো কাজ করছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন
বাতাসেই করোনা মারবে এই মেশিন, চমকপ্রদ আবিষ্কার বাঙালি গবেষকের

সমস্তকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী সপ্তাহ থেকেই পুরোদমে কাজ শুরু করে দেওয়া যাবে বলেই মনে করছেন পড়ুয়ারা। আর তাহলে সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাজে প্রয়োজনীয় মাত্রায় রোবটের সরবরাহ দিতে খুব একটা অসুবিধা হবে না। দেশের স্বাস্থ্য পরিকাঠামোর হাল তো দীর্ঘদিন ধরেই শোচনীয়। তার মধ্যে কোভিড-১৯ মহামারীর মোকাবিলা করতে গিয়ে তা একেবারেই ভেঙে পড়েছে বলা যায়। সরকার থেকে স্বাস্থ্যবীমার কথা বলা হলেও, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে রাজি নন অনেক স্বাস্থ্যকর্মীই। এমন পরিস্থিতিতে আইআইটি পড়ুয়াদের এই উদ্যোগ অবশ্যই প্রয়োজনীয় ছিল। এখন কাজ কত তাড়াতাড়ি এগোয় আর সাধারণ মানুষই বা তার সুফল কতটা পান, সেদিকেই তাকিয়ে আছেন সবাই।

Latest News See More