দূষণ কমছে দিল্লির, সাম্প্রতিককালের সবচেয়ে পরিষ্কার বাতাস সেপ্টেম্বরে

পরিবেশের ভয়ঙ্কর অবস্থা, পৃথিবী শেষ হয়ে যাওয়ার হাহাকারের মাঝেই, দেখা গেল হালকা আশার আলো। দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটির তরফ থেকে জানা গেছে, গত ৯ বছরে দিল্লিতে সবচেয়ে পরিষ্কার বাতাস ছিল ২০১৯-এর সেপ্টেম্বর মাসে।

২০১৫ থেকে বেড়ে চলা দূষণের ওপর লাগাম টানতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল সেখানকার নিয়মকানুন আরও কড়া করেন, পাশাপাশি চালু করেন অড-ইভেন স্কিমও। সাম্প্রতিক রিপোর্টে দেখা যায়, পার্টিকুলেট মিটার ১০-এর মাত্রা প্রতি ঘনমিটারে ৯৯ মাইক্রোগ্রাম(১০০-এর নিরাপদ মানের সাপেক্ষে), এবং গড় পিএম ২.৫ এর মাত্রা প্রতি ঘনমিটারে কেবল ৪০ মাইক্রোগ্রাম, যেটি নিরাপদ সীমার অনেক নিচে।

দুর্ভাগ্যজনক ভাবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, বায়ুদূষণের কারণে মৃত্যুর সংখ্যা ভারতেই সবচেয়ে বেশি(বছরে ৭ মিলয়ন)। আরো একটি সমীক্ষা অনুযায়ী, দিল্লি বিশ্বের ১০টি সবচেয়ে বেশি দূষিত শহরের মধ্যে ৭ নম্বরে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে সেপ্টেম্বরের রিপোর্ট সত্যিই আশাপ্রদ। এই মান ধরে রাখা গেলে, অচিরেই দিল্লি সুস্থ নগরী হয়ে ওঠার দিকে এগোতে পারে।