পাঞ্জাবী ধর্মপ্রচারকের থেকে সংক্রমণ ২৩ জনের, আশঙ্কা আরও কয়েক হাজারের

ভারতে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে আটশো ছাড়িয়েছে। এই সংখ্যা এক ধাক্কায় কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত বাড়তে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন পাঞ্জাবের স্বাস্থ্য দফতের আধিকারিকেরা। সৌজন্যে, এক পাঞ্জাবী ধর্মপ্রচারক।

আরও পড়ুন
করোনা-আক্রান্তের মৃত্যু হলে শেষকৃত্য ধাপায়, নজিরবিহীন সিদ্ধান্ত প্রশাসনের

পাঞ্জাবের সত্তর বছর বয়সি বলদেব সিং সম্প্রতি মারা যান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। তাঁর মৃত্যুর পর প্রকাশ পেল আরও চাঞ্চল্যকর তথ্য। বলদেব সিং ছিলেন একজন শিখ ধর্মপ্রচারক। সেই সূত্রেই সম্প্রতি ঘুরে এসেছিলেন ইতালি এবং জার্মানি থেকে। জনবিচ্ছিন্ন না থেকে, তারপরই শিখ উৎসব হোল্লা-মহল্লায় যোগ দিয়েছিলেন তিনি। গিয়েছিলেন একটি বড় ধরণের জনসমাবেশে। যেখানে হাজির ছিলেন প্রায় দশ হাজারের মতো মানুষ। সেখান থেকেই বড় ধরনের সংক্রমন ছড়ানোর প্রবল আশঙ্কা তৈরি হয়েছে পাঞ্জাবের উত্তরাঞ্চলীয় প্রদেশে।

আরও পড়ুন
করোনা ছাড়ল না বাকিংহামকেও, আক্রান্ত প্রিন্স চার্লস

পাঞ্জাবের আধিকারিকেরা জানিয়েছেন, সরকারি নথি অনুযায়ী রাজ্যের মোট আক্রান্তের ৩৮ জনের মধ্যে ২৩ জন ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। বলদেব সিংয়ের পরিবারের ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটেছে। তাঁর নাতি, নাতনি এবং দুই বন্ধু এর মধ্যে ঘুরে বেড়িয়েছেন পার্শ্ববর্তী অন্তত আরও পনেরোটি গ্রামে। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রকট হয়েছে আরও। আপাতত পাঞ্জাব কর্তৃপক্ষ ২০টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষকে আটক করেছে কোয়ারেন্টাইনে।

আরও পড়ুন
করোনার টেস্ট কিট তৈরি করল ভারত নিজেই, মাত্র ৬ সপ্তাহের প্রচেষ্টায় সাফল্য

ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে, জনঘনত্ব যেখানে অনেক অনেক বেশি পাশ্চাত্যের থেকে, পাল্লা দিয়ে কোভিড-১৯ পরীক্ষার হার কম, সেখানে এমন ঘটনার জন্য পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেই অশনি সংকেত দিচ্ছে…