করোনার টেস্ট কিট তৈরি করল ভারত নিজেই, মাত্র ৬ সপ্তাহের প্রচেষ্টায় সাফল্য

করোনা নিয়ে ভারতে সর্বত্র আতংকের পরিস্থিতি। গোটা দেশে জারি হয়েছে লকডাউন। তারই মধ্যে একটি ভালো খবর শোনাল দেশের মেডিক্যাল বিভাগ। প্রথমবার ভারতে তৈরি হল করোনা ভাইরাস টেস্ট কিট। বিদেশ থেকে আমদানি নয়, খোদ এই দেশেই তৈরি হয়েছে এমন টেস্ট কিট।

আরও পড়ুন
ঘরে-ল্যাবরেটরিতেই তৈরি হ্যান্ড স্যানিটাইজার, সৌজন্যে কলকাতার ছাত্রসমাজ

পুনের একটি মলিকিউলার ডায়গনস্টিক কোম্পানির পক্ষ থেকে এই বিশেষ চিকিৎসার সামগ্রী তৈরি করা হয়েছে। নাম ‘মাইল্যাব প্যাথোডিটেক্ট কোভিড১৯’। মাত্র ছয় সপ্তাহের নিরন্তর প্রচেষ্টায় এই কিটটি তৈরি করেছেন তাঁরা। যার ফলে আর বাইরের দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না আমাদের। এই কিটটি সমস্ত হাসপাতাল ও টেস্ট সেন্টারে পৌঁছে গেলে আরও ব্যাপকভাবে পুরো কাজটি করা যাবে। পরীক্ষা ও রোগ নির্ণয়ের কাজ আরও দ্রুত হবে। করোনার সঙ্গে লড়াইয়ে যা একটি বড়ো অস্ত্র হতে চলেছে ভারতের।

আরও পড়ুন
ইতালির মৃত্যুমিছিল রুখতে এগিয়ে এলেন কিউবার ডাক্তাররা, সার্বিয়াকে সাহায্য চিনের

ইতিমধ্যেই আইসিএমআর আর সিডিএসসিও-এর পক্ষ থেকে ব্যবহারের ছাড়পত্র মিলেছে। খুব শীঘ্রই সমস্ত জায়গায় পৌঁছে যাবে এই করোনা ভাইরাস টেস্ট কিট। আরও যাতে পরিমাণ বাড়ে, কাজও বাড়ে, সেই চেষ্টাই করছেন সংস্থার কর্তা থেকে কর্মী সবাই।