করোনা রুখতে ভারতকে ১০০ কোটি ডলার অনুদান বিশ্ব ব্যাঙ্কের

ইউরোপ-আমেরিকার পাশাপাশি, দক্ষিণ এশিয়াতেও করোনা ছড়িয়ে পড়ছে ভয়াবহ হারে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে। নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, ডাক্তারি সরঞ্জাম। চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষার পোশাকও যোগাড় করতে হিমসিম খাচ্ছেন অনেকেই।

আরও পড়ুন
দারিদ্র্যের সম্মুখীন হতে পারেন ১১ মিলিয়ন মানুষ, ওয়ার্ল্ড ব্যাঙ্কের রিপোর্টে চাঞ্চল্য

এমন পরিস্থিতিতে মোট ১.৯ বিলিয়ন মার্কিন ডলারের অনুদান দিল বিশ্ব ব্যাঙ্ক। মোট ২৫টি এশিয়ার দেশে বন্টন করা হবে এই অর্থ। সেই সূত্রেই ভারতকে দেওয়া হল ১০০ কোটি মার্কিন ডলারের সাহায্য। পাশাপাশি পাকিস্তানকে ২০ কোটি ডলার, আফগানিস্তানে ১০ কোটি, শ্রীলঙ্কায় ১২.৮৬ কোটির সহায়তা। করোনার খাতে মালদ্বীপ পেল ৭৬ কোটি ডলার।

আরও পড়ুন
পেশায় শ্রমিক, মাটি কাটছেন ভরদুপুরে, বিকল্প জীবিকার আর্জি ভাইরাল ‘চা-কাকু’র

এই আর্থিক অনুদান মূলত দেওয়া হয়েছে চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্যই। উল্লেখ্য, করোনা ভাইরাসের পরীক্ষার হার এশিয়ার এই দেশগুলিতে যথেষ্ট কম। যাতে ভাইরোলজি ল্যাব বাড়ানো হয়, বাড়ানো হয় স্ক্রিনিং, সেদিকেই নজর রাখতে বলল বিশ্ব ব্যাঙ্ক। আসন্ন বিপদের কথা মাথায় রেখেই ভেন্টিলেটর বাড়াতেও অনুরোধ করেছে আন্তর্জাতিক এই সংস্থা। কঠিন পরিস্থিতিতে, লড়ে যাওয়ার জন্য তৃতীয় বিশ্বকে রসদ জোগাল ওয়ার্ল্ড ব্যাঙ্ক। এখন দেখার, এশিয়ার দেশগুলি এই সাহায্য কাজে লাগিয়ে কতোট সামলে উঠতে পারে করোনার ক্ষত।

Latest News See More