করোনা ছাড়ল না বাকিংহামকেও, আক্রান্ত প্রিন্স চার্লস

বিশ্বের সমস্ত স্তরে থাবা বসিয়েছে করোনা। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি— সবাই আক্রান্ত। এমনকি এই ভাইরাস বাদ দিল না বাকিংহাম প্যালেসকেও। এবার করোনা আক্রান্ত হলেন ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স চার্লস। ক্লারেন্স হাউজের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ৭১ বছর বয়সি চার্লসের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।

আরও পড়ুন
সেরে উঠেছেন লক্ষাধিক মানুষ, করোনা-আক্রমণের বিপরীতে আশার আলো

সূত্রে খবর, অল্প কিছু উপসর্গ দেখা যাচ্ছিল যুবরাজের শরীরে। কালবিলম্ব না করে তাঁর পরীক্ষা করা হয়। দুর্ভাগ্যবশত, সেই টেস্ট রেজাল্ট পজিটিভ আসে। এরপরই তাঁকে আইসোলেশনে চলে যাওয়ার কথা বলা হয়। আপাতত স্কটল্যান্ডে চিকিৎসা ও আইসোলেশনের জন্য পাড়ি দিয়েছেন প্রিন্স চার্লস। রানি এলিজাবেথ-সহ বাকিংহাম প্যালেসের অন্য সদস্যরাও যাতে সুস্থ থাকে, তার দেখভাল প্রতিনিয়ত করা হচ্ছে। হচ্ছে স্বাস্থ্য পরীক্ষাও।

আরও পড়ুন
করোনার টেস্ট কিট তৈরি করল ভারত নিজেই, মাত্র ৬ সপ্তাহের প্রচেষ্টায় সাফল্য

এর আগে বেশ কিছু জায়গায় কাজের সূত্রে যাতায়াত করতে হয়েছে প্রিন্স চার্লসকে। অনেকের মাঝে যেতে হয়েছে। সম্ভবত সেখান থেকেই তাঁর শরীরে বাসা বাঁধে করোনা, এমনটাই মনে করছেন তাঁর চিকিৎসকরা। বিগত সময় অনেক তারকাই করোনায় আক্রান্ত হয়েছেন। প্রিন্স চার্লসের এমন খবর ইংল্যান্ডে শঙ্কা যে আরও বাড়াল, তা বলাই বাহুল্য।           

Latest News See More