বাড়িতে রেখেই চলতে পারে করোনার চিকিৎসা, এবার রাজ্যের পথে হাঁটল কেন্দ্রও

করোনা আক্রান্ত হলেই হাসপাতালে নিয়ে যাওয়া এবং রোগীর আত্মীয়দের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো— এটাই ছিল এতদিনের রুটিন নিয়ম। এবার সেই নিয়মেরই সামান্য বদল হতে চলেছে। শুধু হাসপাতাল নয়, কোয়ারেন্টাইনের সমস্ত নিয়ম মেনে ঘর থেকেও চিকিৎসা চলতে পারে আক্রান্তের। গত সোমবার সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই ঘোষণা করেছিলেন। এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও সেই পথেই হাঁটল।

আরও পড়ুন
২১ মে পর্যন্ত চলতে পারে লকডাউন, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

ভারত সরকারের তরফ থেকে জারি করা নতুন গাইডলাইনেই এমন বিষয়টি উঠে এল। এতদিন আইসিএমআরের নিয়ম মেনে হাসপাতালে নিয়ে যাওয়াই ছিল বাধ্যতামূলক। সেই নিয়মেই বদল আনল স্বাস্থ্য দফতর। এবার থেকে কোনো করোনা রোগী বাড়িতে থেকে চিকিৎসা করাতে চাইলে তিনি তা করতে পারেন। এছাড়াও, তাঁর পরিবার পরিজনদেরও কোয়ারেন্টাইন সেন্টারে যাওয়ার দরকার নেই। চাইলে ঘরেই সমস্ত নিয়ম মেনে থাকতে পারেন।

আরও পড়ুন
করোনার জেরে ঐতিহাসিক সিদ্ধান্ত, এ-বছর পুরীর রথ বেরোবে না পথে

তবে এখানেই শেষ নয়। স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সবাই এর আওতাভুক্ত নয়। যেসব করোনা আক্রান্তরা প্রি-সিম্পটোম্যাটিক স্টেজে রয়েছেন, অর্থাৎ যাঁদের শরীরে রোগ লক্ষণ খুব কম মাত্রায় আছে, তাঁরাই ঘরে থেকে চিকিৎসা করাতে পারবেন। তবে এর জন্য রোগীর প্রি-সিম্পটোম্যাটিক স্টেজের সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসককে সার্টিফিকেট দিতে হবে। সেই সঙ্গে জেলা আধিকারিককেও নিয়মিত স্বাস্থ্যের হাল জানাতে হবে। রোগীর যে পরিজনরা হোম কোয়ারেন্টাইনে থাকবেন, তাঁদেরকেও সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে। এই মর্মে একটি আন্ডারটেকিং-এ সইও করতে হবে। তবে অসুস্থতা বাড়লে সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানিয়ে হাসপাতালে যেতে হবে।

Latest News See More