রাস্তার পশুদের খাওয়াতে ৫৪ লক্ষ টাকা বরাদ্দ ওড়িশা সরকারের

করোনা ভাইরাসের মোকাবিলা করতে দেশজুড়ে চলছে একুশ দিনের লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ প্রায় সবই। বন্ধ দেশের বিভিন্ন প্রান্তের ছোটো-বড়ো হোটেল, খাবার দোকান, রেস্তোরাঁগুলিও। এই রেস্তোরাঁগুলিই মূলত খাবার জোগাত রাস্তার কুকুর, বেড়ালদের। লকডাউনে সব বন্ধ হয়ে যাওয়ায় অভুক্ত এইসব রাস্তার পশুরা।

আরও পড়ুন
প্রতিদিন ৪০০ কুকুরকে খাওয়ান এই ভদ্রমহিলা, থেমে নেই লকডাউনেও

ওড়িশা সরকার এই রাস্তার পশুদের খাওয়ানোর জন্যই বরাদ্দ করল ৫৪ লক্ষ টাকা। এই অর্থ আসবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেই। ওড়িশার সব শহর এবং জেলায় পশুদের কাছে পৌঁছে দেওয়া হবে খাবার, জানালেন সরকারি আধিকারিকেরা। মোট ৫টি ম্যিউনিসিপাল কর্পোরেশন এবং ৪৮টি পৌরসভা রাখা হয়েছে এই প্রকল্পের অন্তর্গত।

আরও পড়ুন
রাস্তাঘাট জনমানবহীন, ঘুরে বেড়াচ্ছে পশুপাখি – পৃথিবীজুড়ে ছবি এমনটাই

ভুবনেশ্বর পৌরসভায় প্রতিদিনের জন্য বরাদ্দ ২০ হাজার। কটক, সম্বলপুর, বেরহামপুরের মতো জায়গায় ১০ হাজার টাকা। মুখ্যমন্ত্রীর অফিসের তরফে এদিন ট্যুইট করা হয়। জানানো হয়, ক্ষুধার্ত অবলা প্রাণীদের সাহায্যে এগিয়ে আসতে। অন্তত পক্ষে যেন বাড়ির বাইরে তাদের রেখে দেওয়া হয় সামান্য খাবার এবং জল। রাস্তার পশুদের জন্য সরকারের তরফে এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Latest News See More