বন্ধ বিনোদন জগৎ, ১৫ মিলিয়ন ডলার অনুদান নেটফ্লিক্সের

করোনায় বন্ধ সমস্ত টেলিভিশন ইন্ডাস্ট্রি। রাজ্যেও সিরিয়ালের শুটিং বন্ধের নির্দেশ জারি করেছে সরকার। একইভাবে বাইরেও বন্ধ সিনেমা এবং ওয়েব সিরিজের শুটিং। সেই জন্য ক্ষতিপূরণ বাবদ নিজেদের অভিনেতা এবং শিল্পকর্মীদের হাতে ১৫ মিলিয়ন ডলার তুলে দিতে চলেছে নেটফ্লিক্স।

আরও পড়ুন
সতর্কতার মধ্যেই অনুষ্ঠান, অনলাইন স্ট্রিমিং-এর আয়োজন বাঙালি শিল্পীদের

স্ট্রিমিং প্ল্যাটফর্মটির চিফ কন্টেন্ট অফিসার টেড সারান্তোস জানিয়েছেন নেটফ্লিক্সের নিজস্ব প্রোডাকশনগুলির জন্য বরাদ্দ হচ্ছে এই টাকা। কোভিড১৯ ত্রাণ তহবিল এবং মোশন পিকচার-টেলিভিশনের জন্যেও বরাদ্দ হচ্ছে মোটা অঙ্কের টাকা। ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত-সহ এশিয়ার অন্যান্য বেশ কিছু দেশে এমন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্বিত নেটফ্লিক্স, জানালেন সারান্তোস।

আরও পড়ুন
বিনামূল্যে রেশন, ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা – করোনা-রোধে সদর্থক ভূমিকা প্রশাসনের

এই ভয়াবহ পরিস্থিতিতে প্রকৃত অর্থেই ব্যাহত স্বাভাবিক জীবনযাপন। গণ পরিবহন ও বন্ধের নির্দেশ জারি হয়ে গেছে ৩১ শে মার্চ অব্দি। এই পরিস্থিতিতে শিল্পীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিল বিশ্ববিখ্যাত এই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

আরও পড়ুন
বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বাজারে বিতরণ, উদ্যোগে ব্যারাকপুরের তরুণরা

যখন বিশ্বজুড়ে করোনা মহামারির আকার নিচ্ছে তখন কীভাবে চলবে আগামীর জনজীবন? নেটফ্লিক্সের প্রশংসনীয় পদক্ষেপকে মাথায় নিয়েও বলতেই হয় কতখানি সামাল দেওয়া যাবে আর্থিক লেনদেনের পরিস্থিতিকে? সেইদিকে নজর রইল সারা বিশ্বের। আপাতত নেটফ্লিক্সের মতো আরও একাধিক সংস্থার মানবিকতার অপেক্ষায় দেশবাসী।

More From Author See More