টেবিলের ওপর রাখা খাবার, খেতে পারে যে-কেউ, অজ্ঞাতপরিচয় মহিলার উদ্যোগ

রাস্তার ধারে একটা তাঁবু। তার মধ্যে একটা টেবিলের উপর রাখা কিছু খাবারের প্যাকেট। সঙ্গে একটু বিজ্ঞপ্তিতে সবিনয় নিবেদন, "পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে তৈরি। আপনার যদি ইচ্ছে হয়, খেতে পারেন।" নিজের পরিচয় সম্পূর্ণ গোপন করে এমন উদ্যোগ নিয়েছেন আমেরিকার এক মহিলা। করোনা ভাইরাসের দাপটে সারা পৃথিবীই এখন কার্যত লকডাউনে। এর মধ্যে অনেকের কাছেই খাবারের যথেষ্ট জোগান নেই। তাঁদের যে কেউ দুপুরের খাবারের জন্য পৌঁছে যেতে পারেন। আর এমন মানবিক উদ্যোগের কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

আরও পড়ুন
স্ত্রী-র জীবন বাঁচিয়েছেন ডাক্তার-নার্সরা, প্ল্যাকার্ড হাতে ধন্যবাদজ্ঞাপন বৃদ্ধের

আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের একটি পার্কের ব্যস্ত এলাকার মাঝে এমন একটা দৃশ্য মুগ্ধ করেছেন অনেককেই। কিন্তু কে এই রান্না করা খাবার নিয়মিত সরবরাহ করছেন, সেকথা জানা যায়নি। কিন্তু এই উদ্যোগ যথেষ্ট প্রশংসা পাচ্ছে। স্থানীয় এক মহিলা জানিয়েছেন, তাঁর দুই সন্তানের জন্য রান্না করার মতো সময় নেই তাঁর। ঘরে থেকেও নিয়মিত কাজ করে যেতে হয় তাঁকে। এই সময় তাঁর সন্তানদের জন্য খাবার সংগ্রহ করছেন ওই টেবিল থেকেই।

আরও পড়ুন
পেশায় শ্রমিক, মাটি কাটছেন ভরদুপুরে, বিকল্প জীবিকার আর্জি ভাইরাল ‘চা-কাকু’র

করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে প্রত্যেককে নূন্যতম দূরত্ব বজায় রাখতে বলা হয়েছিল। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছিল 'স্যোসাল ডিস্টেন্সিং'। কিন্তু কার্যত দেখা যাচ্ছে, মানুষের সামাজিক বন্ধনগুলোই আবার নতুন করে শিকড় খুঁজে পাচ্ছে। আসলে বিপদের সময়ই তো সকলের একসঙ্গে থাকার সময়। করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়াইটাও সকলকে একসঙ্গেই লড়তে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখেও নতুনভাবে সম্পর্ক গড়ে তোলা যায়। এই জরুরি পরিস্থিতিতে আশা জাগায় এমন মানবিক উদ্যোগগুলোই।

Latest News See More