শুটিং-এ বিশ্বরেকর্ড গড়ে সোনা বাংলার মেহুলির, নজর অলিম্পিক্সেও

নেপালের সাউথ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে হইচই ফেলে দিয়েছেন বাংলার মেয়ে মেহুলি ঘোষ। আন্তর্জাতিক মঞ্চে এর আগেও পদক পেয়েছেন এই শুটার। কিন্তু এই সাফল্য অতীতের সবকিছুকেই ছাপিয়ে গেছে। কারণটা শুধু স্বর্ণপদক নয়। এই পদক মেহুলি জিতেছেন বিশ্বরেকর্ড গড়ে। ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে ২৫৩.৩ স্কোর করে সোনা জিতেছেন মেহুলি। ভেঙে দিয়েছেন এই ইভেন্টের বিশ্বরেকর্ড (২৫২.৯)। এই সাফল্যের পরেই মেহুলি স্বপ্ন দেখতে শুরু করেছেন অলিম্পিক্স নিয়ে। এখন অপেক্ষা যোগ্যতা নির্ণয়ের ছাড়পত্র জোগাড়ের।

আরও পড়ুন
ভরসা হুইলচেয়ার, ঘুরে দাঁড়াতে হাতে বন্দুক তুলে নিয়েছে কলকাতার অঙ্কুর

বছরের শুরুতে বিশ্বকাপ শুটিং-এ ভালো ফল হয়নি। ভেঙে পড়েছিলেন মেহুলি। খানিক অবসর চেয়েছিলেন শুটিং থেকে। কোচ জয়দীপ কর্মকার তাঁকে সামলেছেন। স্বপ্ন দেখিয়েছেন টোকিও অলিম্পিক্সের। তারপর ফের ঘুরে দাঁড়িয়েছেন মেহুলি। ধারাবাহিক ভালো পারফর্মেন্সের শেষে রেকর্ড গড়ে এই সোনার পদক জয়। এই সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। যদিও, আন্তর্জাতিক শুটিং সংস্থা এই গেমসের স্কোরকে রেকর্ডের মর্যাদা না দেওয়ায় খাতায়-কলমে ‘বিশ্বরেকর্ডের অধিকারী’ হয়ে ওঠা এক্ষুনি হচ্ছে না মেহুলির। কিন্তু, স্কোর তাতে মুছে যাবে না। পরের বছর দিল্লিতে শুটিং বিশ্বকাপের আসর। সেখানে ভালো ফল করলে মিলবে টোকিও অলিম্পিক্সের টিকিট। বাংলার মেয়েটি আপাতত সেই লক্ষ্যভেদেরই অপেক্ষায়।