ছবিটা তোলা হয়েছে আমেরিকার নিউ জার্সিতে। তুলেছেন মরিসটাউন মেডিকেল সেন্টারের একজন নার্স। কী আছে ছবিতে? আছেন এক বৃদ্ধ মানুষ। তাঁর ডান হাত বুকের কাছে, আর বাঁহাতে তুলে ধরেছেন একটি প্ল্যাকার্ড। প্ল্যাকার্ড লেখা মাত্র দুটি বাক্য। এমার্জেন্সি বিভাগের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্ত্রীর জীবন বাঁচানোর জন্য। কিন্তু কে এই বৃদ্ধ মানুষটি? কে তাঁর স্ত্রী? এই প্রশ্নের উত্তর জানেন না কেউই। তবু সেই অভিবাদনের উষ্ণতা সকলের মন ছুঁয়ে যায়।
আরও পড়ুন
আত্মহত্যার থেকে বাঁচিয়েছিলেন যে নারী, তাঁকেই চিঠি লিখলেন সৈনিক
শে ভ্যান্ডার ভ্লিয়েট নামে এক মহিলা সম্প্রতি ফেসবুকে পোস্ট করেছেন এই ছবিটি। তুলেছেন তাঁর পুত্রবধূ পেইজি। পেইজি হাসপাতালের একজন নার্স। ইমারজেন্সিতে কাজের সময় হঠাৎ দেখেন, কাচের জানলার কাছে দাঁড়িয়ে এই বৃদ্ধ। এভাবেই নীরবে ধন্যবাদ জানাচ্ছেন হাসপাতালের সমস্ত কর্মীদের। এমন দৃশ্য দেখে তা ক্যামেরাবন্দি করার লোভ ছাড়তে পারেননি। আর ভ্লিয়েটের পোস্টটিও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে। ভ্লিয়েট জানেন না, একটি ছবি কীভাবে ভাইরাল হয়ে ওঠে। কিন্তু ৬১ হাজার শেয়ার হয়ে যেতে বেশি সময় লাগেনি।
আরও পড়ুন
নিয়মিত খাওয়াতেন কাকের ছানাদের, পাঁচ বছর পর আশ্চর্য উপহার দিল তারাই
শুধু ব্যক্তিগত শেয়ার নয়, ছবিটি বেছে নিয়েছে 'গো-ফান্ড-মি', নিজেদের প্রচার কর্মসূচির জন্যেও। নিউ জার্সির হাসপাতালগুলির পরিকাঠামো বাড়াতে দীর্ঘদিন ধরে অর্থসংগ্রহের চেষ্টা চালাচ্ছে তারা। আর এই ছবিটির মানবিক আবেদন তাই তাদের দৃষ্টি এড়ায়নি। অচিরেই ১২ হাজার ডলার অর্থ সংগ্রহ করতে পেরেছে তারা।
আরও পড়ুন
১০০০ শিশুর চিকিৎসার খরচের দায়িত্ব নিয়েছেন এই বিখ্যাত ফুটবলার
সম্প্রতি করোনা ভাইরাসের আতঙ্কে স্তব্ধ সারা পৃথিবীর জনজীবন। অথচ তার মধ্যেই ক্রমাগত সংক্রমণের ঝুঁকি নিয়েও নিরলস পরিশ্রম করে চলেছেন সমস্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। আর শুধু এখনই তো নয়, সারা বছরই তো সমস্ত বিপদ অগ্রাহ্য করে মানুষের সেবা করে চলেন তাঁরা। আর এভাবেই আমাদের জীবন নিরাপত্তা পায়। কিন্তু আমরা তার বিনিময়ে কতটুকুই বা ফিরিয়ে দিই! এই ছবি সমস্ত স্বাস্থ্যকর্মীদের তো কৃতজ্ঞতা জানাচ্ছে, সেইসঙ্গে সচেতন করছে আমাদেরও। এই কৃতজ্ঞতার অভিব্যক্তি কি আমাদের সবার মধ্যেই থাকা উচিৎ নয়?