১০০০ শিশুর চিকিৎসার খরচের দায়িত্ব নিয়েছেন এই বিখ্যাত ফুটবলার

এই প্রজন্মের ফুটবল তারকাদের মধ্যে তিনি অন্যতম। জার্মানি, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল— যেখানেই খেলেছেন, নিজের ছাপ রেখেছেন। তকমা পেয়েছেন ‘কিং অফ অ্যাসিস্ট’-এর। তিনি, জার্মান ফুটবলার মেসুত ওজিল। এবার তিনি নিজেই দায়িত্ব নিতে চলেছেন এক ঝাঁক শিশুদের। অন্তত ১০০০ শিশুর চিকিৎসার খরচ বহন করবেন তিনি, এমনই কথা দিয়েছেন।

২০১৯-এই ওজিল বিয়ে করেছেন অভিনেত্রী আমিনে গুলসকে। এইবছর তাকেই স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নিয়েছেন আর্সেনালের এই মিডফিল্ডার। গোটা বিশ্বের মোট ১০০০ জন শিশুর জটিল সার্জারির যাবতীয় দায়িত্ব নিয়েছেন তিনি। শুধু ঘোষণাই করেননি, ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সেই কাজ।

এখনও অবধি ২৯১টি অপারেশন সম্পূর্ণ হয়েছে। সেই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ওজিল। তাঁর এই নতুন পদক্ষেপে পাশে থাকার জন্য ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। অবশ্য শুধু ফ্যানরাই নন, সাধারণ মানুষও এই কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছেন ওজিল-কে।