ভারতে লকডাউন চলা উচিৎ সেপ্টেম্বর পর্যন্ত, জানাল মার্কিন সংস্থা

দেশে করোনা আক্রান্তের হার বেড়েই চলেছে। মোট সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। মারা গেছেন ৮৬ জন। স্বাস্থ্য ব্যবস্থাও নাজেহাল এই পরিস্থিতিতে। অনেক জায়গাতেই লকডাউন অমান্য করেই চলছে জমায়েত। আশঙ্কা বাড়ছে সংক্রমণের। এর মধ্যেই নতুন অশনিসংকেত দিল বোস্টন কনসাল্টিং গ্রুপ।

আরও পড়ুন
লকডাউন পেরোলে কাজ হারাতে পারেন ভারতের ১৩ কোটি মানুষ!

বোস্টন কনসাল্টিং গ্রুপের একটি পরীক্ষাভিত্তিক সমীক্ষায় উঠে এল এক ভয়ঙ্কর তথ্য। মে-জুন মাস নাগাদ পরিস্থিতি বাগে আনা তো দূরের কথা, ভারতে সেই সময়ে তুঙ্গে থাকবে করোনার সংক্রমণ। মার্কিন এই সংস্থা জানিয়েছে, ভারতে জনঘনত্ব যেহেতু বেশি, ক্ষতির সংখ্যা হবে সর্বাধিক। জনসংখ্যার পরিপ্রেক্ষিতেই এই পূর্বাভাস।

আরও পড়ুন
লকডাউনের জের, গার্হস্থ্য হিংসা ৩০% বাড়ল ফ্রান্সে

২১ দিনেই লকডাউন তুলে নিলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেই কথাই জানাচ্ছে এই সমীক্ষা। ভারতে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে লকডাউন। অবশ্য যদি সম্পূর্ণভাবে পালন করা হয় এই লকডাউন, তবেই। অন্যান্য দেশগুলির মধ্যে ব্রাজিল, কলোম্বিয়ায়, ইউনাইটেড কিংডমে লকডাউন উঠে যেতে পারে জুন-জুলাইয়ের মধ্যেই। এমনটাই ভবিষ্যদ্বাণী বিসিজি'র।

আরও পড়ুন
স্ত্রী-র জীবন বাঁচিয়েছেন ডাক্তার-নার্সরা, প্ল্যাকার্ড হাতে ধন্যবাদজ্ঞাপন বৃদ্ধের

চিনে লকডাউন শুরু হয়েছিল জানুয়ারির ২৩ তারিখে। ৮ এপ্রিল অবধি চলার কথা এই লকডাউন। এই তথ্যের পাশে আরও ২০টি দেশের তথ্য সাজিয়েই তৈরি হয়েছে এই রিপোর্ট। সেখানেই বলা হয়েছে, ভারতের স্বাস্থ্যব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামোর জন্য লকডাউন দীর্ঘ করা দরকার। না হলে কোনোভাবেই আটকানো যাবে না সংক্রমণ।

আরও পড়ুন
করোনা রুখতে ভারতকে ১০০ কোটি ডলার অনুদান বিশ্ব ব্যাঙ্কের

ডেটা ইন্টেলিজেন্স ইউনিটের আরেকটি সমীক্ষা বলছে, অন্যান্য দেশের মতো বয়স্করা নয়, বরং ভারতে সংক্রমণ বেশি ছড়াবে স্বল্পবয়সিদের মধ্যে।

আরও পড়ুন
করোনা-বিধ্বস্ত আমেরিকায় চিকিৎসা সামগ্রী পাঠাল ‘চিরশত্রু’ রাশিয়া

এসব তথ্যের পাশাপাশি, ক্যাবিনেট সেক্রেটরি রাজীব গৌবা বলছেন অন্য কথা। গত সোমবার সকালে পরিষ্কার করে দেন, ২১ দিনের পরেও লকডাউন বৃদ্ধি করার কোনো পরিকল্পনা নেই সরকারের। কিন্তু এই তথ্য প্রকাশ পাওয়ার পরই চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে সকলেরই কপালে। এখন কী হবে পরিস্থিতি? কতোটা জটিল হয়ে উঠবে আগামী? কতটা জরুরি তৎপরতায় ভারত মোকাবিলা করে উঠতে পারবে এই মারণ ভাইরাসের? উত্তরের দিকেই এখন তাকিয়ে সবাই।