করোনা নিয়ে গোটা ভারতে যুদ্ধকালীন পরিস্থিতি। পশ্চিমবঙ্গও তার বাইরে নয়। ইতিমধ্যেই শহর কলকাতা-সহ আরও বেশ কিছু জায়গায় লকডাউন চলছে গতকাল বিকেল ৫ টা থেকে। তা সত্ত্বেও অনেকে রাস্তায় বেরোচ্ছেন। এখনও অবধি মৃতের সংখ্যা একজন। এই পরিস্থিতিতে, আজ দুপুরে বিশেষ সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হল। সেগুলোই জানালেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক সেই বৃত্তান্ত—
আরও পড়ুন
বিনামূল্যে রেশন, ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা – করোনা-রোধে সদর্থক ভূমিকা প্রশাসনের
১) কলকাতা-সহ বেশ কিছু জায়গায় ২৭ মার্চ মধ্যরাত অবধি লকডাউন জারি ছিল। এবার সেই তারিখ এগিয়ে ৩১ মার্চ অবধি করা হল। শুধু তাই নয়, গোটা রাজ্য এবার লকডাউনের আওতায় পড়ল। আজ বিকেল ৫টা থেকে কার্যকর হচ্ছে সেটা।
২) অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন, সেই শ্রমিক-কর্মীদের যাতে আর্থিক সমস্যা না হয়, সেজন্য নতুন একটি প্রকল্প চালু করা হল। নাম ‘প্রচেষ্টা’। এর থেকে ওই পরিবারগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে মাসে এক হাজার টাকা করে পাবে।
৩) প্রধানমন্ত্রীর কাছে আবারও চিঠি দেওয়া হয়েছে। গতকাল করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যে যে সর্বদলীয় বৈঠক হল তারও চিঠি পাঠানো হল।
৪) বিভিন্ন বাজারে যাতে মানুষজন দূরত্ব বজায় রেখে যাতায়াত করেন, জিনিসপত্র কেনেন সেই কথা বারবার বলা হল। যাতে বেশি ভিড় না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন
করোনা থেকে বাঁচতে হাইড্রক্সি ক্লোরোকুইন, কিন্তু সকলের জন্য এক্ষুনি নয়
মুখ্যমন্ত্রীর কথায় বারবার উঠে এল সচেতনতার কথা। জীবনযাত্রা যাতে স্বাভাবিক থাকে তার জন্য সব জায়গা থেকেই চেষ্টা করা হচ্ছে। চেষ্টাটা আমাদেরও করতে হবে। খুব দরকার না হলে কেউ ঘর থেকে বেরোবেন না। ভিড় করবেন না এক জায়গায়। এটা দুর্যোগের সময়। সেখান থেকে আমাদের সবাইকেই রক্ষা পেটে হবে। সবার সহযোগিতা একান্ত কাম্য।