দেখতে দেখতে এসে গেল আরেকটা গ্রীষ্মকাল। প্রতিবছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন বিশ্বের তাবৎ সিনেমাপ্রেমী মানুষ। কিন্তু করোনা ভাইরাসের দৌরাত্ম্য এখনও কমেনি একটুও। ফলে পৃথিবীর সমস্ত প্রান্তে এক অভূতপূর্ব স্তব্ধতা বিরাজ করছে। এমন অবস্থায় বাতিল করা হয়েছে কান চলচ্চিত্র উৎসব সহ অন্যান্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে মুষড়ে পড়ার তেমন কোনো কারণ নেই। কারণ থিয়েটার হলের উৎসব জায়গা নিতে চলেছে ইন্টারনেটে। পৃথিবীর বিখ্যাত সমস্ত চলচ্চিত্র উৎসবের মনোনীত ছবি দর্শকরা একসঙ্গে দেখতে পাবেন সেখানেই।
আরও পড়ুন
শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাস এবার অনলাইনেও, ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধনে ‘কলাকার’
করোনা মহামারীর সময় মানুষের বিনোদনের জগৎ অক্ষুণ্ণ রাখতে এগিয়ে এসেছে অনেক ডিজিট্যাল উদ্যোগ। তেমনই একটি উদ্যোগের নাম 'উই আর ওয়ান: গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল'। দশদিনের এই আন্তর্জাতিক উৎসবে দেখানো হবে কান, সান্ডেন্স, টরন্টো, বার্লিনের মতো ২০টি স্বনামধন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিনেমা। ইউটিউবের একটি ক্লিকে দর্শকরা সবই দেখতে পাবেন বিনামূল্যে।
আরও পড়ুন
প্রকাশ্যে এল ‘৯০ সালে ইরফান খান অভিনীত শর্ট ফিল্ম, জড়িয়ে এফটিটিআই-এর বাঙালিরাও
২৯ মে শুরু হয়ে উৎসব চলবে ৭ জুন পর্যন্ত। ফলে সিনেমাপ্রেমী মানুষদের আশঙ্কার কিছুই নেই। শুধু বিপজ্জনক এই সময়ে প্রত্যেকের কাছে আবেদন, আপনারা ঘরে থাকুন। আর এই আন্তর্জাতিক সংকটের মোকাবিলার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে ত্রাণ সংগ্রহের কাজটিও করবে এই ভার্চুয়াল উৎসব। দর্শকরা চাইলে সেই তহবিলে কিছু সাহায্য প্রদান করতে পারেন। এমন একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কান চলচ্চিত্র উৎসবের আধিকারিকরাও। আর দর্শকদের কাছে এ যে এক অবিশ্বাস্য প্রাপ্তি, সেকথা নতুন করে বলার কিছু নেই।