২১ দিনের লকডাউন দেশজুড়ে, শুরু আজ রাত থেকেই, ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনার সংক্রমণ আটকাতে আরও কঠোর হল কেন্দ্রীয় সরকার। আজ, রাত ৮টায় এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, আগামী ২১ দিনের জন্য গোটা দেশ যেতে চলেছে লকডাউনের পথে। আর এই ব্যাপারে কোনোরকম আপোস করা হবে না, এও জানান তিনি।

আরও পড়ুন
বাড়ল লকডাউনের সময়সীমা, সঙ্গে নতুন প্রকল্পও – সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী জানান, আজ রাত বারোটা থেকেই চালু হবে লকডাউন। এবার আর নির্দিষ্ট কয়েকটি জেলা বা শহর নয়, গোটা দেশজুড়ে গ্রাম-শহর নির্বিশেষে লকডাউন জারি করা হবে। এবং কঠোরভাবে এই লকডাউন মেনে চলা হবে এই নির্দেশ। ‘কার্ফু’র থেকে একটুও কম গুরুত্বপূর্ণ নয় এই লকডাউন, এমনটাই জানা গেল প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে।

আরও পড়ুন
কমছে দূষণ, বাড়ছে পাখি-প্রজাপতির সংখ্যা; স্তব্ধ কলকাতায় অন্যরকম প্রাণসঞ্চার

২৫ মার্চ থেকে শুরু হওয়া এই লকডাউন শেষ হবে আগামী ১৪ এপ্রিল। এই দীর্ঘদিনের রসদ, খাবারদাবার ইত্যাদির কী হবে, তা নিয়ে উঠছে প্রশ্নও। বিভিন্ন বেসরকারি মহলে যাঁরা চাকুরিরত, তাঁদেরও কপালে ভাঁজ। ইতিমধ্যেই ৩১ মার্চ পর্যন্ত লকডাউনে চলে গেছে রাজ্য। তারপর আরও ১৪ দিনের এই সংযোজন নিঃসন্দেহে চিন্তার।

আরও পড়ুন
ঘরে-ল্যাবরেটরিতেই তৈরি হ্যান্ড স্যানিটাইজার, সৌজন্যে কলকাতার ছাত্রসমাজ

তবে করোনার সংক্রমণ প্রতিরোধে এমন পদক্ষেপ যে জরুরি ছিল, এমনটাও মনে করছেন অনেকেই। বাধ্যতামূলক এই লকডাউন না হলে, ভারতের মতো জনঘনত্বপূর্ণ দেশে সংক্রমণ আরও দ্রুত ছড়ানোর সম্ভাবনা। প্রধানমন্ত্রীও জানিয়েছেন এমনটাই। সংক্রমণ রোধ করতে এই বিচ্ছিন্নতার প্রয়োজন ছিল। রাজ্যের লকডাউন সত্ত্বেও, আজ গোটা দিন ধরেই বিভিন্ন বিচ্যুতি দেখা গিয়েছে একাধিক অঞ্চলে। মানুষের লকডাউন অমান্য করার প্রবণতা খবরে উঠে আসছে বারবার। এমন পরিস্থিতিতে, ২১ দিনের লকডাউন ও সঙ্গে প্রশাসনের কড়াকড়ি লাগু হলে করোনার সংক্রমণ যে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে, সে-আশা করাই যায়।

Latest News See More