চোট থেকে ফিরেই পরপর নজির, বিধ্বংসী পাণ্ডিয়ার যেন নবজন্ম

চোটের জন্য যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে। অথচ মাঠে ফিরেই বিধ্বংসী হয়ে উঠলেন তিনি। বারবার বিতর্কে নাম জড়ালেও, খেলা টাল খায়নি একটুও। বরং, গড়ে ফেললেন নতুন রেকর্ড। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, হার্দিক পাণ্ডিয়া। মাত্র ৫৫ বলে ১৫৮ রান করে ইতিমধ্যেই শিরোনামে উঠে এসেছেন তিনি। আসন্ন টি টুয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম তুরুপের তাস হতে চলেছেন তিনিই।

আরও পড়ুন
ক্যানসার-জয় করে বাংলাকে শিখর-জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ‘স্যার’ অরুণ লাল

এর আগেও হার্দিক ভারতকে জিতিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। তাঁর বিধ্বংসী ব্যাটিং-এ প্রতিপক্ষের ঘুম উড়েছে অনেকবারই। এবার ডি ওয়াই পাটিল টুর্নামেন্টের টি টুয়েন্টি ফাইনালে ঝড় তুললেন তিনি। রিয়ালেন্স ওয়ানের হয়ে ব্যাট করতে নেমে, তুলোধনা করেন প্রতিপক্ষ বিপিসিএল-কে। ৬টি চার ও ২০টি ছক্কায় নিজের ১৫৮ রানের ইনিংস গড়ে তোলেন হার্দিক।

আরও পড়ুন
টি২০ বিশ্বকাপ ফাইনালে ভারতীয় মহিলা দল, ইতিহাসের সাক্ষী সিডনির মাঠ

একই সঙ্গে, জন্ম দিলেন নতুন রেকর্ডেরও। টি টুয়েন্টি ম্যাচে, কোনো ভারতীয়ের করা সর্বোচ্চ স্কোর এটাই। এর আগে শ্রেয়স আইয়ারের ১৪৭ রানই ছিল সর্বোচ্চ। হার্দিক ভেঙে দিলেন সেই রেকর্ডও। অবশ্য তাঁর এই অপ্রতিরোধ্য ইনিংসের কাছে সব রেকর্ডই তুচ্ছ।

আরও পড়ুন
বড়ো চাকরি ছেড়ে ক্রিকেট, ভালোবাসেন গিটার ও সুমনের গান, অনুষ্টুপের জীবন তাঁর ব্যাটিং-এর মতোই ধ্রুপদী

এই টুর্নামেন্টেই আগের একটি ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন হার্দিক। ফাইনালে, আবার। ৩৯ বলেই ১০০ তুলে ফেলেন, বোলারদের সংহার করে।

আরও পড়ুন
বাস কন্ডাক্টরি করে জীবিকা নির্বাহ মায়ের, ছেলে অথর্ব আজ অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অস্ত্র

কোমরের চোট সারিয়ে সদ্য ফিরেছেন। কিন্তু কামব্যাকের পরেই এমন বিধ্বংসী ফর্ম। কোন জাদুতে এমনটা সম্ভব হল? পান্ডিয়া জানাচ্ছেন ট্রেনার আর চিকিৎসকদের কথামতো ট্রেনিং আর রিহ্যাব তাঁকে চোট সারিয়ে ফিরতে সাহায্য করেছে। আর ব্যাটিং ফর্মের জন্য আলাদা কিছুই করতে হয়নি। নেট প্র্যাকটিস থেকেই কাঙ্ক্ষিত টাচ ফিরে পেয়েছেন। তবে, চোটমুক্ত হওয়ার পরে বোলার হার্দিক কতখানি পুরোনো ছন্দে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে ব্যাটসম্যান হার্দিক যে ফর্মে আছেন, তাতেই অবশ্য প্রতিপক্ষের ঘুম উড়ে যেতে বাধ্য।