টি২০ বিশ্বকাপ ফাইনালে ভারতীয় মহিলা দল, ইতিহাসের সাক্ষী সিডনির মাঠ

বিরাট সাফল্য পেল ভারতের মহিলা ক্রিকেট দল। এই প্রথমবার মহিলা টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠল এই দলটি। বৃহস্পতিবার সিডনির মাঠে ইতিহাস তৈরি করল হরমনপ্রীত কাউরের নেতৃত্বাধীন মহিলা ক্রিকেট দল। টি২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে এর আগেও চারবার পৌঁছেছে ভারতীয় মহিলা দল। তবে ফাইনালে এই প্রথমবার। এই সাফল্যে তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দেশবাসী।

আরও পড়ুন
বড়ো চাকরি ছেড়ে ক্রিকেট, ভালোবাসেন গিটার ও সুমনের গান, অনুষ্টুপের জীবন তাঁর ব্যাটিং-এর মতোই ধ্রুপদী

সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ভারত ও ইংল্যান্ডের এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু সেইসব উৎসাহ বৃষ্টির জলে ধুয়ে গেল। পূর্বাভাস আগে থেকেই ছিল। ম্যাচ শুরু হলে দেখা গেল একটা বলও করা যাচ্ছে না। ইংল্যান্ডের দলের ভাগ্য অবশ্যই খারাপ। তাই নিজেদের প্রমাণ করার সুযোগ পেল না তারা। তবে ভারতীয় দল ফাইনালে উঠেছে গ্রুপ লিগে সর্বাধিক পয়েন্ট থাকার কারণেই। তাই হরমনপ্রীত, দীপ্তি শর্মা, শিক্ষা পান্ডেদের কৃতিত্বকে অস্বীকার করার কোনো জায়গাই নেই।

আরও পড়ুন
কোনো ক্রিকেটার নন, সেবার মাঠকর্মীরাই পেয়েছিলেন ‘ম্যান অব দ্য মাচ’ পুরস্কার

এই বছরের টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো ম্যাচেই পরাজিত হয়নি ভারতীয় মহিলা দল। প্রতিটি ম্যাচে অপরাজিত ছিল সাউথ আফ্রিকাও। সেমি ফাইনালের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। বিজয়ী দলের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে ভারতীয় দল। মহিলা দলের একের পর এক জয় ভারতবাসীর মনে আশার সঞ্চার করেছে। ফাইনাল ম্যাচে দেশবাসীর সেই আশা পূরণ করতে পারবেন হরমনপ্রীতের নারী বাহিনী? সেদিকেই তাকিয়ে সবাই।