মানুষের অস্তিত্বের সঙ্গে জুড়ে থাকা প্রাণীদের কথা বলতে গেলে, প্রথম নামটাই হবে কুকুরের। চরম বিপদের দিনেও সে মানুষের পাশ থেকে সরে যায়নি। মানুষ আর কুকুরের এমন নানা মানবিক গল্পের তালিকাতেই যুক্ত হল আরেকটি গল্প। গল্প না বলে তাকে ঘটনা বলাই ভালো। ঘটনাটি ঘটেছে আমেরিকার কলোরাডো প্রদেশে। এক বৃদ্ধার সঙ্গে তার প্রতিবেশীর পোষা কুকুরের অভিনব সম্পর্কের সাক্ষী থাকল করোনার দিনগুলি।
আরও পড়ুন
রাস্তার পশুদের খাওয়াতে ৫৪ লক্ষ টাকা বরাদ্দ ওড়িশা সরকারের
৭১ বছরের রেনে হেলম্যান অন্যান্য অনেকের মতোই নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। এমনিতেই ফুসফুসের দুরারোগ্য রোগের শিকার তিনি। তার উপর যদি করোনার সংক্রমণ ঘটে, তাহলে রীতিমতো সংকটে পড়বে তাঁর জীবন। কিন্তু ঘরের মধ্যে বন্দি থেকেও তো সংকট কম নয়। অন্তত খাবারের সামগ্রী নিতেও তো বাইরে যেতে হবে। হেলম্যানের এক দশকের প্রতিবেশী কারেন তখন তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন। কিন্তু বৃদ্ধা তো কোনো মানুষের সঙ্গেই দেখা করবেন না। কারেন তাই তার পোষা কুকুর সানিকে পাঠালেন। আর এভাবেই বৃদ্ধার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল সানির। সে এখন নিয়মিত তাঁর খোঁজ নিয়ে আসে, খাবারের প্যাকেট পোঁছে দেয়। অনেক সময় রান্নার সামগ্রীও নিয়ে যায়। এমনকি নিয়মিত পোস্ট বক্স থেকে চিঠি সংগ্রহ করে তুলে দেয় বৃদ্ধার হাতে।
আরও পড়ুন
বন্ধ হল কুকুর-বিড়ালের মাংস, করোনার হানার পর আইনি বদল চিনে
সানির সাহচর্য পেয়ে খুশি হেলম্যান। কুকুরটির জন্য একটি ডাকনামও ঠিক করেছেন; 'হাম্বল হিরো'। সানিও তার ভালোবাসা উজাড় করে দিয়েছে। হেলম্যানের হাতে হাতে কাজ করে দেওয়া এখন তার প্রতিদিনের দায়িত্ব। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণের জেরে সমস্যায় পড়েছেন অনেকেই। তার মধ্যেই গড়ে উঠছে নানা মানবিক সম্পর্ক। মানুষের এই বিপদে যে অন্য কোনো প্রাণীও এমনভাবে পাশে থাকতে পারে, এমন ঘটনা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।