কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারত এখনও কোভিড-১৯-এর স্টেজ টু-তে রয়েছে। কিন্তু সংক্রমণের সংখ্যা বাড়ছে দ্রুতগতিতে। আক্রান্ত হয়েছেন সাড়ে বারোশোর বেশি লোক। মারা গেছেন ৪৭ জন। মহারাষ্ট্র, কেরলের মতোই বেশ খারাপ অবস্থা রাজধানী দিল্লিরও। কিন্তু এই ছড়িয়ে পড়া আটকানোর একমাত্র উপায় আক্রান্তদের বিচ্ছিন্নকরণ। এই পরিস্থিতির মোকাবিলায় দিল্লি সরকারের দিকে হাত বাড়িয়ে দিল স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া(SAI)। জানাল, কোভিড-১৯ কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করা হবে জওহরলাল নেহেরু স্টেডিয়ামকে।
আরও পড়ুন
ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ, করোনার বিরুদ্ধেও জয়ের খোঁজ যোগিন্দর শর্মা-র
স্পোর্টস অথোরিটির এক কর্মকর্তা জানান, দিল্লি সরকারের তরফে অফিশিয়াল চিঠি পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সোনেপথ সেন্টার এবং পাটিয়ালার SAI ট্রেনিং সেন্টারও বদলে ফেলা হয়েছে কোয়ারেন্টাইনে। ব্যবস্থা করা গেছে ১২০টি কোয়ারেন্টাইন বেডের।
আরও পড়ুন
স্প্যানিশ ফ্লু কিংবা বিশ্বযুদ্ধে কাবু হননি, করোনাকেও হারিয়ে দিলেন ১০১ বছরের বৃদ্ধ
কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন শচিন তেন্ডুলকর, হিমা দাস, পি.ভি. সিন্ধু প্রমুখ নানান স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব। ইতমধ্যেই বিদেশে বহু স্পোর্টস ক্লাবের স্টেডিয়াম ব্যবহার করা হচ্ছে কোভিড-১৯ সেন্টার হিসাবে। সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রস্তাব দিয়েছিলেন ইডেন গার্ডেনকে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করার। এবার সেই পথেই হাঁটল স্পোর্টস অথোরিটি। করোনার সংক্রমণ রুখতে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।