করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ইতালি, স্পেন, জার্মানির মতো করোনা ভাইরাসের প্রকোপ ব্রিটেনে না পড়লেও, আক্রান্তের সংখ্যা প্রায় ১২হা জার ছুঁই-ছুঁই। এরই মধ্যে আরও একটা ধাক্কা খেল ব্রিটেন। ৫৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বোরিস জনসন করোনা ভাইরাসে আক্রান্ত। শুক্রবার সকালে তাঁর হালকা জ্বর ও কাশির লক্ষণ দেখা দেয়। দেরি হয়নি টেস্ট করাতে। শুক্রবারই তাঁর রিপোর্ট পসিটিভ আসে। আপাতত তিনি ১১ ডাউনিং স্ট্রিটের বাড়িতেই নিজেকে গৃহবন্দি করেছেন।

আরও পড়ুন
সঙ্গীত জগতেও আঘাত করোনার, প্রয়াত আফ্রিকান স্যাক্সোফোন শিল্পী দিবাংগো

বোরিস জনসনকে গত এক সপ্তাহে বার বার নানা সরকারি কর্মসূচি, মিটিংয়ে অংশগ্রহণ করতে দেখা গেছে। দেখা গেছে সিনিয়র মেডিকেল স্টাফদের সঙ্গে করোনার বিষয়ে আলোচনা করতে। এই সময় অসতর্কতায় সংক্রমণ ছড়িয়েছে বলেই ধারণা একাংশের। প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা ডেভিড ফ্রস্টেরও শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় তিনিও গৃহবন্দি। সন্দেহের তালিকা থেকে বাদ যাননি উপদেষ্টা ডমিনিচ কামিন্স, চান্সেলর ঋষি সুনকও। যদিও, তাঁদের এখনও করোনা ভাইরাসের টেস্ট করা হয়নি।

আরও পড়ুন
করোনা ছাড়ল না বাকিংহামকেও, আক্রান্ত প্রিন্স চার্লস

ঘরে থেকে দেশের জন্য বার্তা দিয়ে ট্যুইটে প্রধানমন্ত্রী বরিস জানান, বাড়িতে থেকেই সমস্তরকম গভর্নমেন্ট কাজ তিনি চালিয়ে যাবেন। দেশের জনগণকেও আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছেন বরিস। এই মারণ ভাইরাসের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়াই করার জন্য অনুরোধ করেছেন ট্যুইটের মাধ্যমে।