বন্ধ লোকাল ট্রেন-মেট্রো চলাচল, করোনা রুখতে সিদ্ধান্ত প্রশাসনের

করোনার জেরে এর আগেই বন্ধ হয়েছিল সিনেমা হল। গতকাল মুখ্যমন্ত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। বন্ধ হয়েছিল নাইট ক্লাব, পার্লার, বার, রেস্তোরাঁ, চিড়িয়াখানা, জাদুঘর। ঠিক ছিল রাজ্যের বাইরে কোনও ট্রেন চলাচল হবে না। রোববার ১৪ ঘণ্টা জনতা কার্ফু-র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার, কোভিড১৯ থেকে সতর্ক থাকার জন্য, বন্ধ হল সমস্ত লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে শেষ আন্তর্জাতিক বিমান। আজ থেকে বন্ধ বিমান চলাচলও।

আরও পড়ুন
আগামীকাল বিকেল থেকে লকডাউন কলকাতা, সঙ্গে অন্যান্য পৌরসভাগুলিও

ইতিমধ্যেই এ-রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ জন। গোটা দেশে সংখ্যাটি ৩২৫ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৬। এর মধ্যে গণ পরিবাহন বন্ধ করা বাড়তি সতর্কতার ইঙ্গিতই দিচ্ছে রাজ্যবাসীকে। একই সঙ্গে গুজব এবং আতঙ্ক ছড়ানো থেকেও সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। ১৪ ঘণ্টা কার্ফুর পর, ৩১শে মার্চ অব্দি যাবতীয় রেলপরিষেবা বন্ধ করা কি শাটডাউনের দিকেই যাচ্ছে?

আরও পড়ুন
বিনামূল্যে রেশন, ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা – করোনা-রোধে সদর্থক ভূমিকা প্রশাসনের

কার্ফুর পরেও শহরের বিভিন্ন স্টেশনে দেখা যাচ্ছে ইতিউতি ভিড়। জনসচেতনতা কোথায়? দেশবাসীর সুরক্ষার স্বার্থে এই গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ইতিবাচক ভবিষ্যতই কি এনে দেবে ভারতবাসীকে? চোখ থাকবে সেদিকেই।

Latest News See More