চীন থেকেই শুরু হয়েছিল এর যাত্রাপথ। তারপর গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আর আজ কী পরিস্থিতি, সেটা আর নতুন করে বলতে হবে না। হ্যাঁ, করোনা ভাইরাস আর কোভিড১৯ নিয়েই কথা হচ্ছে। প্রতিটা দিন নতুন করে ত্রাস সৃষ্টি করছে এই ভাইরাস। এক একটা করে রাজ্য, অঞ্চল, দেশ লকডাউন হচ্ছে। এমন পরিস্থিতিতে গোটা পৃথিবী যাতে একসঙ্গে এই বিপদের মোকাবিলা করে, তারই পদক্ষেপ নিচ্ছে আলিবাবা গ্রুপ। সমস্ত জায়গায় যাতে সচেতনতা পৌঁছয়, সঙ্গে মেডিক্যাল রিসোর্স আর ডাক্তারদের পরামর্শও সহজলভ্য হয়; তার জন্যই একটি উদ্যোগ শুরু করেছে এই সংস্থা।
আরও পড়ুন
ইতালিতে মৃত্যুমিছিল, এগিয়ে এলেন কিউবার ডাক্তাররা
‘গ্লোবাল মেডিএক্সচেঞ্জ’ এই পরিকল্পনার নাম। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবং তাঁর দুই ফাউন্ডেশনের মিলিত উদ্যোগে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠিক কী করা হচ্ছে এখানে? প্রথমত দেখা যাবে একটি ওয়েবসাইট, ‘covid-19.alibabacloud.com’। সেখান থেকেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা। সমস্ত মিলিয়ে তৈরি করা হয়েছে একটা আস্ত সিস্টেম।
আরও পড়ুন
বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বাজারে বিতরণ, উদ্যোগে ব্যারাকপুরের তরুণরা
ওয়েবসাইটে গেলেই যা নজরে আসবে। সেই সঙ্গে থাকছে একটি হ্যান্ডবুক। কী করলে করোনা থেকে রক্ষা পাওয়া যাবে, সুরক্ষা পদ্ধতি কী, সেই সবই পাওয়া যাবে সেখানে। এই বইটি বিনামূল্যে দেওয়া হচ্ছে বিশ্বের সর্বত্র। সেই সঙ্গে কোথাও যদি ওষুধ, মাস্ক বা অন্যান্য সামগ্রীর অভাব ঘটে, তবে তার জন্যও পাশে আছে আলিবাবা। আলিবাবা ক্লাউড ইন্টেলিজেন্স আর আলিবাবা হেলথের মাধ্যমে গোটা বিশ্বের সঙ্গে সংযোগ রাখা হবে। যেখানে অসুবিধা, সেখানেই পৌঁছে যাবে সাহায্যের হাত। পৌঁছে যাবে করোনা টেস্ট কিট থেকে শুরু করে যাবতীয় ওষুধপত্র। শুধু তাই নয়, তাঁদের ক্লাউড ডেটা বিভিন্ন রিসার্চের কাজে আসবে বলেও মনে করছেন আলিবাবার কর্ণধার জ্যাক মা।
আরও পড়ুন
বন্ধ বিনোদন জগৎ, ১৫ মিলিয়ন ডলার অনুদান নেটফ্লিক্সের
এখনও অবধি বিশ্বের বেশ কিছু দেশে কয়েক লাখ মাস্ক আর করোনা টেস্ট কিট পৌঁছে দিয়েছে এই সংস্থা। এখানেই থামেননি; সমস্ত জায়গায় যাতে এইসব সহজলভ্য হয় সেটাই চেষ্টা করে যাচ্ছেন তাঁরা। এই মুহূর্তে যা অবস্থা, তাতে পৃথিবীর কোথাও আর কোনো বেড়া নেই। আমরা সবাই করোনায় আতঙ্কিত, আক্রান্তও। এর সঙ্গে মোকাবিলা করতে গেলে আমাদের একজোট হতে হবে; হাতে হাত রেখে লড়ে যেতে হবে। এই কাজ প্রসঙ্গে এমন বক্তব্যই রেখেছেন জ্যাক মা। পৃথিবীর সবাই যাতে সবার পাশে এসে দাঁড়ায়, সেটাই এখন কাম্য।