‘এক টাকার বাজার’ নিয়ে পুরুলিয়ার গ্রামবাসীদের পাশে হাজির তরুণরা

দু’মাসের বেশি টানা লকডাউনে কাজ হারিয়েছেন শ্রমজীবী এবং প্রান্তিক মানুষেরা। বন্ধ হয়েছে উপার্জনের পথও। তাঁদের সাহায্য করতেই এই কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছে যুবসমাজ। একাধিক মানবিক উদ্যোগ লড়াই জারি রাখার ভরসা যুগিয়েছে এই আবহেও। দরিদ্রদের পাশে দাঁড়াতে এবার পুরুলিয়ায় অভিনব কর্মসূচি নিলেন একদল যুবক-যুবতী। আয়োজন করলেন ১ টাকার বাজারের।

সম্প্রতি পুরুলিয়ার আমজোড়া গ্রাম সাক্ষী এই অভিনব আয়োজনের। গ্রামবাসীদের হাতে মাত্র এক টাকার বিনিময়ে খাদ্য ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী তুলে দিলেন উদ্যোক্তারা। ১০০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ১০০ টি মাস্ক, ২১০টি ডিম (টাকায় ৪টি করে) এবং ৫০০ গ্রামের ১০ প্যাকেট ডালিয়া। এই নিয়েই পথ চলা শুরু করেছিল আমজোড়া গ্রামের ‘এক টাকার বাজার’। সব সামগ্রীরই দাম ধার্য করা হয়েছিল প্যাকেট পিছু ১ টাকা। তবে শুধু আমজোড়া না, ভিন্ন ভিন্ন দিনে গৌরদাস বেলডি, চাকড়া গ্রামেও এই বাজার আয়োজনের উদ্যোগ নিয়েছিল দলটি।

লকডাউনে এই প্রান্তিক মানুষগুলির নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে দারিদ্র্য। কিন্তু বিনামূল্যে সামগ্রী দিলে আত্মসম্মানে বাধতে পারে এই খেটেখাওয়া মানুষগুলোর। তাই বিনিময়ের মাধ্যমেই ন্যূনতম মূল্যে সাহায্য তুলে দেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। 

তবে ‘এক টাকার বাজার’ এই লকডাউনে ওই দলের একাধিক কর্মসূচির একটি উদাহরণ মাত্র। এছাড়াও পুরুলিয়ায় আটকে থাকা ৬ জন শ্রমিকের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করেছিল ওই ছোট্ট দল। উদ্যোগ নিয়েছিল প্রান্তিক জেলার গ্রামবাসীদের জন্য খাবারের বন্দোবস্ত করার। সব মিলিয়ে উপকৃত হয়েছেন আড়াই হাজারের বেশি গ্রামবাসী। প্রতিদিনই আলাদা আলাদা ভাবে নতুন নতুন উদ্যোগ নিয়ে যাচ্ছে এই ছোট্ট দলটি। অসহায়তার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে দাঁতে দাঁত চেপে। 

Powered by Froala Editor

Latest News See More