একটা বুধবারের রাত সবকিছু বদলে দিল। আমাদের চারপাশের ছবি রাতারাতি পাল্টে গেল ধ্বংসস্তূপে। হ্যাঁ, আমফানের কথাই হচ্ছে। শতাব্দীর প্রথম সুপার সাইক্লোনের সামনে অসহায় আত্মসমর্পণ ছাড়া আর কি উপায় ছিল! এরই মধ্যে ভেসে আসছে একটি ছবি। সারি সারি দোকান ডুবে আছে জলে, কিছু দোকানের অস্তিত্বটুকুও মুছে গেছে। আর এই প্রবল দৃশ্যের মাঝখানে ভেসে যাচ্ছে বইয়ের স্তূপ।
হ্যাঁ, এটা আমাদের চেনা কলেজ স্ট্রিটের অচেনা ছবি। জল তো প্রতি বর্ষাতেই হয়; কিন্তু আমফান বইপাড়াকে বিধ্বস্ত করে দিয়ে চলে গেল। শুধু কি বই? খাতা, পেন- সমস্ত কিছু ভেসে গেছে সেখানে। বই ব্যবসায়ী, দোকানদার, প্রকাশক— সবার মাথায় হাত। একে লকডাউনের মধ্যে বন্ধ ছিল কলেজ স্ট্রিট। হয়নি নববর্ষের অনুষ্ঠানও। চূড়ান্ত অনিশ্চয়তার মুখে ছিল বইপাড়া। আমফান বাকি আশাটুকুও ভাসিয়ে দিয়ে গেল। ছোটো, বড়ো অসংখ্য দোকান আজ অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে...
সেই মানুষগুলোর পাশে দাঁড়াতেই উদ্যোগ নিল বেশ কিছু তরুণ বইপ্রেমী। বইপাড়াকে বাঁচাতে হাতে হাত ধরল সবাই। নিজেদের মতো করে যদি কিছু ত্রাণ সংগ্রহ করে ওই মানুষগুলোর হাতে তুলে দেওয়া যায়! সেই ভাবনা থেকেই শুরু 'বইপাড়ার পাশে'। সেই উদ্যোগের পাশে এসে দাঁড়াল প্রহর। যা টাকা সংগ্রহ করা হবে, সবটা তুলে দেওয়া হবে কলেজ স্ট্রিটের ওই মানুষগুলোর হাতে। তাঁরা যাতে একটু হলেও উঠে দাঁড়ানোর বল পান, ভরসা পান সেজন্যই তো সব। বইপ্রেমীদের প্রার্থনা কি এত সহজে বিফলে যেতে পারে? প্রত্যেকেই নিজের নিজের মতো করে পাশে এসে দাঁড়াচ্ছে। ভবিষ্যতেও সবাই থাকবেন, বিশ্বাস এটাই। 'বইপাড়ার পাশে' সেই বিশ্বাসেরই একটি অংশ।
সঙ্গে রইল ব্যাঙ্ক ডিটেলস। এই দুর্যোগের মূহুর্তে যদি ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো যায়...
Tanmoy Bhattacharjee
Account Number - 5888000100042198
IFSC - PUNB0588800
UPI - standwithbooks@upi
Akash Ganguly
Account Number - 919010042195090
IFSC - UTIB0004072
Gpay - 8240487125
SUSNATO CHOWDHURY
Account Number - 33181063559
IFSC - SBIN0001403
Powered by Froala Editor