এই পৃথিবীতে কত না বিচিত্র ধরনের প্রাণী আছে, তাদের আর কতটুকু খোঁজ আমরা রাখি? এমন কিছু কাছিম নাকি আছে পৃথিবীতে, যাদের আয়ু ৫০০ বছরেরও বেশি। কিন্তু একজন মানুষ সারা জীবনেও তাদের কারোর দেখা না-ই পেতে পারেন। ঠিক তেমনই এক বিচিত্র কাছিমের সন্ধান পাওয়া গেল ওড়িশার বালাসোর জেলায়। এই পৃথিবীতে কোনো মানুষই এমন কাছিম কোনোদিন দেখেছেন বলে জানা যায় না।
রবিবার সোরো জেলার মৎস্যজীবীরা হঠাৎ সমুদ্রের ধারে খুঁজে পান বিচিত্র এই কাছিম। কাছিম বলতেই আমাদের মনে আসে কালো রঙের প্রাণীর কথা, কিন্তু এই কাছিমটি একেবারে উজ্জ্বল হলুদ রঙের। এমনকি তার চামড়ার সঙ্গে খোলসের রঙের কোনো পার্থক্য নেই। শুধু চোখের কোণে খানিকটা গোলাপি রঙের আভাস।
গ্রামবাসীরা এই কাছিমের সন্ধান পেয়েই সঙ্গে সঙ্গে বনদপ্তরে খবর পাঠায়। কিছুক্ষণের মধ্যেই বনকর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে। স্থানীয় বনকর্মী ভানুমিত্র আচার্য জানিয়েছেন তাঁর দেখা বা শোনা এমন কোনো প্রাণীর উদাহরণ এই প্রথম। অবশ্য আইএফএস অফিসার সুশান্ত নন্দ মনে করছেন, কাছিমটি সম্ভবত অ্যালবিনো রোগে আক্রান্ত। তার চোখের রঙেও তেমনই আভাস পাওয়া যায়। তবে প্রাথমিক পরীক্ষার আগে কিছুই বলা সম্ভব নয়।
কাছিমের রঙ অসুস্থতার কারণে হলুদ হলেও, এমন বিচিত্র চেহারার প্রাণী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেকেই অবাক হয়েছেন এই প্রাণী দেখে। লকডাউনের সময় অবশ্য এমন অনেক অদেখা প্রাণীর সন্ধান মিলেছে দেশের নানা প্রান্তে। ফলে এটাও যে তেমন কিছু নয়, সেকথা মানতে নারাজ অনেকেই।
আরও পড়ুন
পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেল বিরল প্রজাতির হ্যান্ডফিশ, দায়ী মানুষের কর্মকাণ্ডই
Powered by Froala Editor
আরও পড়ুন
১১৮ বছর পর প্রত্যাবর্তন, ভারতের মাটিতে ফুটল বিরল অর্কিড