ভগবানে বিশ্বাস করেন পৃথিবীর অধিকাংশ মানুষ। কিন্তু বিশেষ কোনো পূজায় দূষিত নোংরা নদীতে দাঁড়িয়ে পূজা করার ঘটনা বিরল।
সম্প্রতি দিল্লিতে বেড়েছে পরিবেশ দূষণের মাত্রা। ছাড়িয়ে গেছে গত তিনবছরের রেকর্ড, খারাপ থেকে খারাপতর হয়েছে বাতাসের গুণমান। যার ফলে ক্রমশ শ্বাসকষ্টে ভুগতে শুরু করেছে বহু মানুষ। বেশ কিছুদিন বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়। কিন্তু পুজোর কাছে দূষণও তুচ্ছ হয়ে যায়। ছট পূজা উপলক্ষে ভক্তদের যমুনা নদীতে দাঁড়িয়ে প্রার্থনা করতে এতটুকুও অসুবিধে হয়নি। দেশের মধ্যে অন্যতম কলুষিত এই নদী, যেখানে স্নান করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, সেখানে সারাদিন ধরেই মানুষের ঢল নামে।
দূষণের কারণে নদী ভরে গেছে বিষাক্ত ফেনায়। আর সেখানে দাঁড়িয়েই পূজা সারেন অগণিত ভক্তের দল। শুধু ভগবানকে স্মরণ করাই নয়, বেশ কিছু তরুণী যুবতীদের আনন্দ সহকারে সেলফিও তুলতে দেখা যায়। এবছর প্রায় ১১০০টি ঘাটে দিল্লি সরকার ছট পূজার আয়োজন করেছিল।
পরিবেশ সম্পর্কে দেশের মানুষের সচেতনতার যথেষ্ট অভাব এ ধরণের ঘটনায় প্রমাণিত। পরিবেশকে স্বাস্থ্যকর করে তোলার পাশাপাশি জনগণকে সচেতন করাও আশু কর্তব্য বলে মনে করেন অনেকেই। কিন্তু এ হেন ঘটনা, দুর্ভাগ্যজনক বলে দাবী অধিকাংশের।