প্রথমে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারপর রিয়াল। লিগে দুই স্প্যানিশ জায়েন্টের কাছেই বশ্যতা স্বীকার করেছিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ফলাফলও খুব একটা ইতিবাচক নয় সাম্প্রতিক সময়ে। আর হারের এই ধারাবাহিকতা বজায় রাখার জেরেই চাকরি খুইয়েছেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোয়েম্যান। গত বুধবার রায়ো ভায়কানোর বিরুদ্ধে হারার পরেই বরখাস্ত করা হয়েছিল সাবেক বার্সা-তারকাকে। এবার তাঁর আসনে বসলেন বার্সেলোনার আরেক প্রাক্তন তারকা জাভি হার্নান্ডেজ।
কাতালন ক্লাবটির হেড কোচ বদল হতে চলেছে, তা বোঝা যাচ্ছিল কয়েক সপ্তাহ আগে থেকেই। খুলে দেওয়া হয়েছিল কন্ট্র্যাক্ট উইন্ডো। তবে বার্সেলোনার নতুন কোচ কে হবে, জল্পনার শেষ ছিল না তা নিয়ে। কোয়েম্যানকে বরখাস্ত করার পরেই জাভির কাছে প্রস্তাব পাঠিয়েছিল বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষ। আজ ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সঙ্গে চূড়ান্ত আলোচনার পরই বার্সেলোনার চুক্তিপত্রে স্বাক্ষর করেন জাভি।
তবে এর আগেও বার্সেলোনার দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছিলেন স্পেনের এককালীন সব থেকে ভরসাযোগ্য মিডফিল্ডার। কিন্তু সেই সুযোগ মেলেনি। বদলে কাতারের ক্লাব আল সাদ-এ কোচের চাকরি নিয়েছিলেন জাভি। সেখানের চুক্তি অনুযায়ী, শনিবারের আগে ক্যাম্প ন্যুতে ফিরতে পারবেন না তিনি। রবিবার থেকেই তাঁকে দেখা যাবে বার্সেলোনার ফুটবলারদের 'শিক্ষক'-এর ভূমিকায়।
শনিবার লা লিগার ম্যাচে ঘরের মাঠে আলাভিসের বিরুদ্ধে খেলতে নামছে বার্সেলোনা। এদিন টিম-বি এর কোচ সার্জিও বুর্জোয়ানকেই দেখা যাবে সাইডলাইনে।
১৯৯২ সালে কাতালন ক্লাবটিতে প্রথমবারের জন্য পা দিয়েছিলেন জাভি। বার্সেলোনার অ্যাকাডেমিতেই তিলে তিলে গড়ে তুলেছিলেন নিজেকে। মূল দলের হয়ে তাঁর অভিষেক হয় তারও বছর ছয়েক বাদে। অনুর্ধ্ব-১৯ খেলোয়াড় হিসাবে অ্যাকাডেমি জাভিকে বেছে নিয়েছিলেন বার্সার তৎকালীন কোচ লুইস ভ্যান গাল। না, আশাহত করেননি জাভি। বরং, পরবর্তী ১৯ বছরের কেরিয়ারে ক্যাম্প ন্যুতে জন্ম দিয়েছিলেন একের পর এক ইতিহাস। ৪টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ৮টি লিগ মিলিয়ে মোট ২৭ বার বার্সেলোনাকে ট্রফি উপহার দিয়েছেন তিনি। বার্সার জার্সিতে রয়েছে ৮৫টি গোল, ১৮৪টি অ্যাসিস্ট। সব মিলিয়ে যাকে বলে সোনায় বাঁধানো কেরিয়ার। এখন দেখার বিষয়, ফুটবলার হিসাবে একশো শতাংশ সফল হওয়ার পর নতুন ভূমিকায় কতটা জুত করে উঠতে পারেন প্রাক্তন বার্সা তারকা...
Powered by Froala Editor