মাশরুম দিয়ে তৈরি হল অভিনব হাতঘড়ি

হাতঘড়ি আমাদের প্রায় সবারই প্রয়োজনীয় একটি বস্তু। কখনও ধাতব ব্যান্ড, কখনও চামড়ার— নিজের নিজের পছন্দ, রং অনুযায়ী যে যার ঘড়ি বেছে নিই। কিন্তু এর ফলে পরিবেশের যেমন ক্ষতি হয়, তেমনই নষ্ট হয় অনেক প্রাণ। এবার সেইসব থেকে রক্ষা পেতে নতুন উপায় বার করেছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক আবিষ্কার অনুযায়ী, তাঁরা নিয়ে আসছেন নতুন ধরনের হাতঘড়ির ব্যান্ড। যা কিনা মাশরুম দিয়ে তৈরি!

অবাক লাগলেও, এমনটাই দাবি ইন্দোনেশিয়ার এক ঘড়ি প্রস্তুতকারকের। মূলত এই গবেষণাটি চালিয়েছে মায়োটেক নামের এক বায়োমেডিক্যাল কোম্পানি। সেখানকার গবেষকরা তৈরি করেছেন বিশেষ ‘মাইসেলিয়াম লেদার’, যা থেকে ঘড়ির ব্যান্ড তৈরি করা যাবে। তাঁদের মতে, দীর্ঘদিনের অনুসন্ধানের পর তাঁরা মাইসেলিয়াম মাশরুমের নতুন একটি প্রজাতির সন্ধান পেয়েছেন। সেটা দিয়ে, বলা ভালো সেই মাশরুমের তন্তু বা ফাইবার ব্যবহার করে তাঁরা তৈরি করেছেন এই ব্যান্ড। যেটা কিনা একইসঙ্গে নরম, এবং ওয়াটারপ্রুফ। নরম হওয়া সত্ত্বেও যথেষ্ট শক্ত।

হাতঘড়ির ধাতব ব্যান্ড তৈরি করতে নানারকম প্রক্রিয়া থাকে। প্রক্রিয়া থাকে লেদারের ব্যান্ড তৈরিতেও। লেদারের মধ্যেও আবার বিভিন্ন ভাগ— কোথাও কুমিরের চামড়া, কোথাও অন্য কোন প্রাণীর। সেই বুঝে দামেরও রকমফের। এতে যেমন প্রাণীগুলোরও জীবনহানি হচ্ছে, তেমনই ক্ষতি হচ্ছে পরিবেশের। এইসব ব্যান্ড তৈরিতে জল লাগে বিস্তর। এছাড়াও রাসায়নিক, বর্জ্য তো আছেই। এছাড়া, সময়ও লাগে প্রচুর। এই সমস্ত সমস্যা থেকে রেহাই পেতেই এই মাশরুম ব্যান্ডের ব্যবস্থা। তৈরিতেও তেমন খরচ লাগে না। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গেছে অনলাইনে। এখন, আমাদের কবজি অবধি পৌঁছনোর অপেক্ষা।

Latest News See More