একইসঙ্গে দশটি তুলি দিয়ে আঁকেন ছবি, বেলারুশের ‘অতিমানবিক’ চিত্রশিল্পীর গল্প

ভাইরাসকে মনে আছে? না, কোনো অণুজীবের কথা বলছি না। বলছি থ্রি-ইডিয়টস সিনেমার বোমান ইরানির অভিনীত চরিত্র ভীরু সহস্ত্রবুদ্ধে-র কথা। যিনি দু’হাতেই লিখতে পারতেন সমানভাবে। তা জটিল কোনো গাণিতিক সমাধানই হোক চিঠি। তবে সেই ক্ষমতাকেই যদি শিল্পের ক্ষেত্রে কল্পনা করা যায়? কেমন হবে বিষয়টা? দু’হাতে সমানভাবে একই ছবিতে তুলি বোলানো কতটা কঠিন তা নতুন করে বলে দেওয়ার কিছুই নেই। এবার যদি আরও একটু বাড়িয়ে দেওয়া যায় সংখ্যাটা। ধরা যাক দশ? তাহলে? দেবী দুর্গা ছাড়া পারতপক্ষে কি সম্ভব তা মানুষের পক্ষে?

অবিশ্বাস্য হলেও এমনটাই সত্যি। বেলারুশি চিত্রশিল্পী সার্জ ফিলিঞ্জার নিজেকে এমনভাবেই বিবর্তিত করেছেন। ক্যানভাসের ওপরে একইসঙ্গে দশটি তুলিতে ছবি আঁকা এখন তাঁর সহজাত প্রবৃত্তি। কিন্তু কীভাবে? এই প্রশ্নই ঘুরে ফিরে আসবে সকলের মনেই। উত্তর, দশ আঙুলে। হ্যাঁ, প্রত্যেক আঙুলে ক্লিপিংয়ের মাধ্যমে তুলি সংযোগ করেন সার্জ। তারপর অনায়াসেই সর্বোচ্চ দশটি রঙের প্রলেপ পড়তে থাকে ক্যানভাসে। এমনই এক অভিনব পন্থা অবলম্বন করে সার্জ সৃষ্টি করে চলেছেন বিস্ময়-শিল্প।

তবে প্রথমে অন্যদের মতো তুলি হাতে ধরেই ছবি আঁকতেন সার্জ। ধীরে ধীরে পাল্টে যায় তাঁর ধারা। কিন্তু কীভাবে? উত্তর খুঁজতে ফিরে যেতে হবে প্রায় এক দশক। সময়টা ক্যালেন্ডারে ২০১১ সাল হবে। পেশাদারি চিত্রশিল্পী হিসাবে তারও আগে আত্মপ্রকাশ করেছেন সার্জ। কিন্তু দ্রুত ছবি এঁকে দিতে গিয়েই সার্জের মনে হয়, নষ্ট হচ্ছে বাড়তি সময়। বারবার তুলি বদল, রঙ বদলের এই সময়কে কি কোনোভাবে কমিয়ে আনা যায়? 

সেই ভাবনা থেকেই হাতের বদলে ছবি আঁকায় আঙুলের ব্যবহার শুরু করলেন সার্জ। তবে দশ আঙুলে নয়। তর্জনী, মধ্যমা এবং অনামিকা— এই তিনটি আঙুলে তুলি বেঁধে শুরু করলেন পরীক্ষা-নিরীক্ষা। প্রথমদিকে বেগ পেতে হয়েছিল যথেষ্ট। যেমনটা চাইছেন তেমনটা ছবি ফুটিয়ে তোলাও হচ্ছে না ক্যানভাসে। তবে হাল ছাড়লেন না সার্জ। শুরু হল প্রশিক্ষণ। সার্জ নিজেই হলেন নিজের তাত্ত্বিক শিক্ষক। শুধু অনুশীলন, অনুশীলন আর অনুশীলন। আর তার মধ্যে দিয়েই ধীরে ধীরে আয়ত্ত করলেন সেই ক্ষমতা। 

আরও পড়ুন
মোনালিসার হাসি কীভাবে এঁকেছিলেন ভিঞ্চি? পাঁচ শতক পরে সমাধান রহস্যের

তবে থেমে থাকলেন না সেখানেই। নিজের এই পরিকল্পনাকেই করে নিলেন আরও একটু চ্যালেঞ্জিং। এবার তিন আঙুলে নয়। শুরু হল দশ আঙুলে ছবি আঁকার প্রস্তুতি। প্রতি আঙুলে তুলি আটকানোর জন্য বিশেষ ক্লিপিংয়েরও ব্যবস্থা করলেন সার্জ। তবে ঠিক কীভাবে আঙুল চালালে মনের মতো ছবি ফুটিয়ে তোলা যাবে হাতের ব্যবহার ছাড়াই, তখন তা জানা হয়ে গেছে তাঁর। খুব একটা সমস্যা হল না দশ আঙুলে এই ক্ষমতাকে অভিযোজিত করিয়ে নিতে।

বর্তমানে সার্জই সম্ভবত পৃথিবীর একমাত্র ফিঙ্গার-স্টাইল চিত্রকর, যিনি তুলির ব্যবহার করেন। আর একই সঙ্গে দশটি তুলির ব্যবহার সাধারণ মানুষ কেন, তাবড় শিল্পীদের কাছেও অতি-বাস্তবিক। বর্তমানে এই অভিনব পন্থাকেই নিজের সিগনেচার স্টাইল করে নিয়েছেন সার্জ। বিগত কয়েক বছর তিনি প্রতি ছবিই এইভাবেই এঁকে চলেছেন। ছবি আঁকার সময় তাঁর মস্তিষ্ক এখন কাজ করে একেবারে ভিন্নভাবেই। স্নায়ুতন্ত্র বুঝতে পারে কোন আঙুলের ঠিক কতটা সরণ প্রয়োজন বা ঠিক কতটা চাপ দিলে ফুটে উঠবে প্রত্যাশিত রঙের শেড। তবে সে ছবি দেখে বোঝার উপায় নেই হাতে নয় শুধু আঙুলে দশটি তুলি লাগিয়েই আঁকা হয়েছে। ভিডিও বা সামনা-সামনি না দেখলে বিশ্বাস হওয়ারও জো নেই এমন অভিনব পন্থাকে।

আরও পড়ুন
চিত্রশিল্পীদের ছবিতে বারবার হাজিরা দিয়েছে মাছি, কিন্তু কেন?

বিগত কয়েক বছরে ইতালি, পোল্যান্ড, জার্মানির বিভিন্ন মিউজিয়ামে প্রদর্শিত হয়েছে তাঁর কাজ। ডাক এসেছিল প্যারিসের ঐতিহ্যবাহী ‘লুভের’ থেকেও। তবে সেখানে সার্জ পাঠাতে পারেননি নতুন কোনো ছবি। ফ্রিল্যান্সার হিসাবে কাজ করার জন্য সে সময় তাঁর সব ছবিই ছিল পূর্ব-বিক্রিত। 

আরও পড়ুন
অর্থাভাবে শিখতে পারেননি ছবি আঁকা, শিল্পের খিদে মেটাতে কাটুম-কুটুমই আশ্রয় পবন লোহারের

তবে পৃথিবীর একমাত্র মানুষ হিসাবে এই আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েও পেটেন্ট নেই সার্জের। শুনলে অবাক লাগবে তার একমাত্র কারণ হল অর্থাভাব। চিত্রশিল্পী মহলের অনেকেই সার্জের এই অদ্ভুত ক্ষমতার ব্যাপারে ওয়াকিবহাল হলেও, দর্শকদের কাছে একেবারেই ব্রাত্য সার্জ। প্রতিভা, অভিনবত্ব থাকা সত্ত্বেও আজ পৃথিবীর কাছে ‘আনকোরা’ সার্জ ফ্রিলিঞ্জার। যাঁকে সব্যসাচী বললেও কমিয়ে বলা হয় বড্ড...

তথ্যসূত্র-
১. Oil Painting Demonstration with Serge Feeleenger, Serge Feeleenger, Youtube
২. The artist who creates paintings using 10 brushes... all at the same time, Aleksey Laptenok, CGTN

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More