মাত্র ২১ সপ্তাহ! সবচেয়ে কম বয়সে জন্মগ্রহণের রেকর্ড মার্কিন শিশুর

মায়ের গর্ভে শিশুর সম্পূর্ণ বিকাশ ঘটার আগেই অনেকসময় তাকে বাইরে বের করে আনতে বাধ্য হন চিকিৎসকরা। সাম্প্রতিক সময়ে এরকম জটিলতার সংখ্যা আরও বাড়ছে। কিন্তু মাত্র ২১ সপ্তাহ বয়সেই কোনো শিশুকে মাতৃগর্ভ থেকে বের করে আনলে কি তাকে বাঁচানো সম্ভব? চিকিৎসকরাও রীতিমতো আশঙ্কিত ছিলেন। কিন্তু তারপর আরও ১৬ মাস কেটে গিয়েছে। এখন বাকিদের মতোই হেসেখেলে বেড়ায় আমেরিকার ক্রুটিস জাই-কেথ। অবশেষে স্বীকৃতি মিলল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের (Guinness Book of World Record) পক্ষ থেকে। সবচেয়ে কম বয়সে জন্ম নেওয়া শিশু (Most Premature Baby) হিসাবে তালিকায় জায়গা করে নিল ক্রুটিস।

২০২০ সালের জুলাই মাসে জন্ম হয় ক্রুটিসের। তখন তার ওজন ছিল মাত্র ৪২০ গ্রাম। সাধারণত ৩৯-৪০ সপ্তাহ বয়সকে প্রসবের উপযুক্ত সময় বলে মনে করা হয়। ক্রুটিসের জন্ম হয়েছিল প্রায় অর্ধেক বয়সে। অবশ্য ক্রুটিসের সঙ্গে তার একটি যমজ বোনও জন্ম নিয়েছিল। কিন্তু পরবর্তীকালে চিকিৎসায় সাড়া দেয়নি বোনটি। ক্রুটিসের কিন্তু কোনো সমস্যা হয়নি। জন্মের সময় ক্রুটিসের অনেক অঙ্গই পরিণতি পায়নি। ক্রুটিসের মা মিশেল বাটলারকে চিকিৎসকরা বলেছিলেন, এত অল্প বয়সে কোনো শিশু মাতৃগর্ভের বাইরে বাঁচতে পারে না। তবু একবার শেষ চেষ্টা করে দেখা যেতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবই ঠিক হয়ে যেতে থাকে। চিকিৎসকরাও চেষ্টা চালিয়ে যেতে থাকেন একইভাবে।

ক্রুটিসের হৃৎপিণ্ড এবং ফুসফুসের কার্যক্ষমতা অবাক করেছিল আলাবামা মেডিক্যাল কলেজের চিকিৎসকদেরও। নাহলে ওষুধের ওপর নির্ভর করে এতদিন কাটিয়ে দেওয়া সম্ভব নয়। তবে তারপরেও নিশ্চিত হতে পারছিলেন না চিকিৎসকরা। আর তাই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও হাসপাতালেই রেখে দেওয়া হয় তাকে। তবে এখন ক্রুটিসকে দেখলে বোঝার উপায় নেই যে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে। তার ওজনও এখন ৩ কেজির বেশি। গিনেস বুকেও নাম উঠতে পারত আগেই। কিন্তু চিকিৎসকরা তার ভবিষ্যতের বিষয়ে এতদিন নিশ্চিত ছিলেন না বলেই সেই প্রক্রিয়া থেমে ছিল। তবে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেই মনে করছেন চিকিৎসকরা।

Powered by Froala Editor

আরও পড়ুন
হাসি ‘বিক্রি’ করেই শিশুদের মন সারান দিল্লির অধ্যাপিকা

Latest News See More