নির্বাসন থেকে ফিরেই বিশ্বজয়, প্রয়াত ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রোসি

সালটা ১৯৮২। মাত্র ২ বছর আগে ঘটে গিয়েছে টোটোনেরো নামে পরিচিত ইতালির কুখ্যাত ম্যাচ ফিক্সিং-এর ঘটনা। শাস্তি হিসাবে ৩ বছরের জন্য ফুটবল জগত থেকে বহিষ্কৃত হয়েছেন পাওলো রোসি। এর মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সামনেই আসতে চলেছে বিশ্বকাপ। সেখানেও হয়তো নিজেকে প্রমাণ করার সুযোগ মিলবে না। এমনটাই ভাবছিলেন পাওলো। কিন্তু বিশ্বকাপের ঠিক ২ মাস আগে চিঠি এল ফিফার তরফ থেকে। শাস্তির মেয়াদ কমিয়ে আনা হয়েছে। ফলে এবার তিনি আবার খেলার জগতে ফিরতে পারেন। আর আসন্ন বিশ্বকাপেও অংশ নিতে পারবেন তিনি। সেবারের বিশ্বকাপে ইতিহাস তৈরি করেছিলেন পাওলো। আর গতকাল, ৯ ডিসেম্বর সেই ইতিহাসের ইতি ঘটল। মাত্র ৬৪ বছর বয়সে প্রয়াত হলেন বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা তারকা।

আন্তর্জাতিক ফুটবল জগত তখন ব্রাজিল আর জার্মানি শিবিরে বিভক্ত। তার মধ্যে আর্জেন্টিনায় মারাদোনার উত্থান ঘটে গিয়েছে। ফলে লড়াইটা সহজ ছিল না। কিন্তু এই লড়াই যে নিজেকে প্রমাণ করার লড়াই। নিজের সমস্তটা দিয়ে সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন ইতালির স্ট্রাইকার। সেই প্রস্তুতির ফলও মিলল হাতেনাতে। গ্রুপ স্টেজেই ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারিয়ে দিল ইতালি। আর ফাইনালে মুখোমুখি জার্মানির সঙ্গে। না সেখানেও হতাশ হতে হয়নি। যদিও ফুটবল কারোর একক খেলা নয়, কিন্তু সেদিন পাওলো রোসির অনবদ্য খেলার কথা অস্বীকার করতে পারেননি কেউই। ফিফার তরফ থেকে মিলল গোল্ডেন বুট এবং গোল্ডেন বল। আর সেই বছরই পেলেন ব্যালন ডি’ওর সম্মান।

১৯৫৬ সালে সান্টা লুসিয়ায় জন্ম নেওয়া পাওলো ৭০-এর দশকের মাঝামাঝি এসেই ইউরোপের ফুটবল জগতের অন্যতম তারকা হয়ে উঠেছিলেন। তাঁকে নিয়ে জুভেন্তাস এবং ভিসেঞ্জার মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছিল। সেই সময় বিশ্ব ফুটবলের ইতিহাসের সমস্ত রেকর্ড ছাপিয়ে পাওলো রোসির দাম উঠেছিল ২.৬১ বিলিয়ন লায়ার। যদিও ফুটবলের ইতিহাস বদলের সঙ্গে সঙ্গেই হারিয়ে যেতেও বেশি সময় লাগেনি। শেষ জীবনে তাঁর খবরও আর সেভাবে রাখেননি কেউই। আর এর মধ্যেই বৃহস্পতিবার সকালে পাওলো রোসির পরিবারের তরফ থেকে জানানো হল, গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইতালির সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে অনিরাময়যোগ্য অসুখে ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই লড়াইয়ের ইতি ঘটল।

২০২০ সাল যেন সত্যিই এক বিষাদময় বছর। একে একে বিদায় নিচ্ছেন কিংবদন্তিরা। আর বছরের প্রায় শেষ মুহুর্তে এসে সেই তালিকায় নাম তুলে নিলেন পাওলো রোসি। মারাদোনার পর আবারও এক নক্ষত্রপতনের সাক্ষী থাকল আন্তর্জাতিক ফুটবল জগত।

Powered by Froala Editor