প্রয়াত বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ফুটবলের কিংবদন্তি জ্যাক চার্লটন

বিখ্যাত ভাই ববি চার্লটনের পাশাপাশি ফুটবলে খ্যাতি কিছু কম অর্জন করেননি তিনিও। ১৯৬৬ সালে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ইংল্যান্ডের জার্সি গায়ে দিয়ে। ব্রিটিশ ফুটবলের কিংবদন্তি সেই জ্যাক চার্লটন প্রয়াত হলেন ৮৫ বছর বয়সে।

তাঁর পরিবারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নর্থামল্যান্ডের বাড়িতেই গত ১০ জুলাই মারা যান তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে গত বছরই লিম্ফোমা রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। পাশাপাশি স্মৃতিভ্রম রোগও গ্রাস করেছিল তাকে। বিশ্বকাপজয়ী টিমের সঙ্গে কিংবদন্তী জ্যাক চার্লটনের ছবি প্রকাশ করে শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে ইংল্যান্ড ফুটবল দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও। 

১৯৫২ থেকে ১৯৭৩ অবধি বর্ণময় কেরিয়ারে একটিমাত্র ক্লাবের হয়েই দাপিয়ে খেলেছেন ব্রিটিশ ফুটবলে। লিডস ইউনাইটেডের হয়ে সবথেকে বেশিবার মাঠে নামার সম্মানও অর্জন করেছেন তিনি। লিডসের হয়ে ৭৭৩টি ম্যাচ খেলাই শুধু নয়, অর্জন করেছেন ঘরোয়া ফুটবলের প্রায় সমস্ত পুরস্কার। বিশ্বকাপ ছাড়াও জ্যাক চার্লটনের টুপিতে অন্যতম গুরুত্বপূর্ণ পালকটি হল ১৯৬৯ সালে লিডসের হয়ে লিগ খেতাব জয়। তবে তার বছর দুই আগেই ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি।

ডিফেন্সে বিপক্ষ স্ট্রাইকারদেরর হুল ফোটাতে না দেওয়ার জন্য তাঁকে ডাকা হত ‘বিগ জ্যাক’ বলে। ফুটবল ছেড়ে দেওয়ার পর কোচিংয়েও রীতিমতো সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। জ্যাক চার্লটনই প্রথম ব্যক্তি যিনি বিদেশি হয়েও আয়ারল্যান্ডের কোচিং করার সম্মান অর্জন করেছিলেন। কোচিং করেছেন মিডলসবরো, শেফিল্ড ও নিউক্যাসল ইউনাইটেডের মতো টিমে।

আরও পড়ুন
শেষ হল ‘থ্রি ডব্লিউজ’-এর অধ্যায়, প্রয়াত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার স্যার এভারটন উইকস

দেশের হয়ে ৩৫টি ম্যাচ খেলা জ্যাক চার্লটনের মৃত্যুতে তাই স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে বিশ্বের ফুটবল মহলে। তাঁকে সম্মান জানাতে চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগের সমস্ত ম্যাচে কালো আর্ম ব্যান্ড হাতে বেঁধে মাঠে নামবেন ফুটবলাররা।

আরও পড়ুন
প্রয়াত কিংবদন্তি স্পিনার রাজিন্দার গোয়েল, রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারী তিনিই

Powered by Froala Editor

আরও পড়ুন
প্রয়াত বাংলাদেশের প্রথম বাঁ-হাতি স্পিনার রামচাঁদ গোয়ালা

Latest News See More