৭৫ বছর পর বিশ্বযুদ্ধের বোমার নিষ্ক্রিয়করণ, ফুঁসে উঠল জল

এক বছর আগে পোল্যান্ডের স্টেটিন বন্দরের কাছে খুঁজে পাওয়া যায় একটি বোমা। যুদ্ধের কোনো পরিস্থিতি নেই। হঠাৎ বন্দর অঞ্চলে বোমা খুঁজে পেয়ে অবাক হয়েছিলেন সকলেই। আর তার সঙ্গে মিশে ছিল আতঙ্কও। বিশেষজ্ঞদের খবর দেওয়া হলে তাঁরা বুঝতে পারেন, এই বোমা কোনো আধুনিক সৃষ্টি নয়। এর সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে আছে। আর সেই ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস।

নাৎসি কবলিত পোল্যান্ডকে মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিল ইংল্যান্ডের সেনাবাহিনী। তখনই এই বোমা তৈরি করেছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার বার্নেস ওয়ালিস। ৪ হাজার ৪০০ কেজি-র চেয়ে বেশি ওজন এই বোমার। তবে বন্দরের আর্দ্র পরিবেশে থাকার কারণে এই ৭ দশকেও কোনো বিস্ফোরণ ঘটেনি। অবশ্য বিস্ফোরণের সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। তাই বছর খানেকের প্রস্তুতির পর অবশেষে মঙ্গলবার জলের নিচে সেই বোমাকে নিষ্ক্রিয় করার কাজে হাত দিলেন বিশেষজ্ঞরা। আর শেষ পর্যন্ত সেই কাজ সফলও হল। 

আচমকা বিস্ফোরণের সম্ভাবনা মাথায় রেখেই প্রায় ৭৫০ জন বাসিন্দাকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যান বিশেষজ্ঞরা। তারপর শুরু হয় অপারেশন। এমন কাজের সঙ্গে অবশ্য পোল্যান্ডের মানুষ অপরিচিত নন। এখনও নানা স্থানে হঠাৎ হঠাৎ বিশ্বযুদ্ধের সময়ের বোমা খুঁজে পাওয়া যায়। তবে এত বড়ো বোমা নিষ্ক্রিয় করার কাজ আগে কখনও হয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি একথাও ভাবতে সত্যি অবাক লাগে, এমন বিধ্বংসী একটি বোমা সেদিন যুদ্ধে কোনো কাজেই লাগেনি। এমন অনেক অজানা বোমার হদিশ আজও ছড়িয়ে সারা ইউরোপ জুড়ে।

Powered by Froala Editor